Parineeti Chopra Wedding: নায়িকার পাশাপাশি তিনি গায়িকাও, বিয়েতে রাঘবের জন্য বিশেষ গান বেঁধেছিলেন পরিণীতি!

Raghav Parineeti Wedding: সূত্রের খবর, বিশেষ করে স্বামী রাঘব চড্ডার জন্য একটি গান বেঁধেছিলেন পরিণীতি। ২৪ তারিখ, রাঘব পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান

Continues below advertisement

কলকাতা: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) অভিনয়ের পাশাপাশি যে একজন দুর্দান্ত গায়িকাও, একথা অজানা নয় কারোও। নেহাত সখের নয়, পরিণীতি বড়পর্দাতেও প্লেব্যাক করেছেন। তাঁর গলায় 'কেশরী' (Keshri) ছবির 'তেরি মিট্টি' (Teri Mitti) হোক বা 'মেরি পেয়ারি বিন্দু' (Meri Peyaari Bindu) ছবির 'মানা কি হাম ইয়ার নেহি'... দর্শক মজেছেন সুরের যাদুতে। এহেন পরিণীতি যখন মনের মানুষকে নিজের করে পেলেন, তখন তাঁর জন্য কোনও সুর বাঁধবেন না তাও কি হয়? 

Continues below advertisement

সূত্রের খবর, বিশেষ করে স্বামী রাঘব চড্ডার (Raghav Chaddha)-র জন্য একটি গান বেঁধেছিলেন পরিণীতি। ২৪ তারিখ, রাঘব পরিণীতির বিয়ের দিন উদয়পুরের লীলা প্যালেসে বাজানো হয়েছিল সেই গান। এই গোটা বিষয়টাই একটা চমক ছিল রাঘবের জন্য। তাঁকে বিশেষ অনুভূতি দিতেই পরিণীতি এই গানটি বেঁধেছিলেন। 'ও পিয়া' গানে ছিল প্রেমের কথা, ছিল প্রিয় মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার বার্তা। গানটি ইতিমধ্যেই রয়েছে ইউটিউবে। সেই গানের কভার হিসেবে ব্যবহার করা হয়েছে রাঘব ও পরিণীতির বিয়ের ছবি। 

জীবনের বিশেষ দিনে আইভরি রঙের লেহঙ্গায় (lehenga) সেজেছিলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পোশাক তো নজর আগেই কেড়েছিল,  সদ্য তারকা ডিজাইনার মণীশ মলহোত্র (Manish Malhotra)  প্রকাশ করেছেন অভিনেত্রীর লেহঙ্গায় ছিল তাঁর 'হৃদয়ের টুকরো'। নায়িকার আবদারে সাড়া দিয়ে বিশেষ ডিজাইন করেন মণীশ। 

নায়িকার পোশাকের বর্ণনা দিতে গিয়ে ডিজাইনার মণীশ মলহোত্র জানান, পরিণীতির জন্য, তাঁর দিদা যখন বাড়িতে হেঁটে বেড়াতেন তখন তাঁর 'চল্লা'র আওয়াজ একইসঙ্গে সাহসিকতা ও লাবণ্যের মেলবন্ধন ছিল। মণীশ লেখেন, 'আমরা জানতাম তাঁর উত্তরাধিকারের এই টুকরো ওঁর লেহঙ্গায় যোগ করতেই হবে।' এছাড়াও ওই চাবির রিংয়ে এমন অনেক উপাদান যুক্ত করা হয় যা রাঘব ও পরিণীতির জীবনের সঙ্গে জড়িত। ছিল লন্ডনের স্মৃতি, শোনা যায় যেখানে তাঁদের প্রথম আলাপ হয়েছিল পড়াশোনার সূত্রে, এছাড়া রয়েছে সঙ্গীত, খান্দা সাহিব ইত্যাদির উপাদানও। 

পরিণীতি নিজের লেহঙ্গা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার জীবনের বিশেষ দিনে দিদাকে খুব মিস করেছি কিন্তু ওঁর একটি অংশ ছিল আমার সঙ্গে', নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন এমনই লিখলেন নববধূ পরিণীতি চোপড়া। আদরের 'নানি' অর্থাৎ দিদাকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন অভিনেত্রী। তাঁর দিদা নিজের শাড়িতে বাঁধতেন ওই 'চল্লা' অর্থাৎ চাবির রিং, যাতে থাকত বাড়ির চাবির গোছা। গোটা বাড়ির কর্ত্রী ছিলেন তিনি, এই 'চল্লা' তারই প্রতীক। 

আরও পড়ুন: Top Social Post: দ্বিতীয় বার বাবা হচ্ছেন জিৎ, সলমনের 'টাইগার ৩' ছবির টিজার প্রকাশ, আজকের 'সোশ্যালে সেরা'

Continues below advertisement
Sponsored Links by Taboola