নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে ১০ দিন পার। এখনও চলছে 'পাঠান'রাজ (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত এই ছবি এগিয়ে চলেছে ৪০০ কোটির দিকে। কত হল ১০ দিনের বক্স অফিস কালেকশন?


'পাঠান'রাজ প্রেক্ষাগৃহে, কত টাকার ব্যবসা হল?


২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে 'পাঠান'। ৪ বছর পর বড়পর্দায় কিং খানের প্রত্যাবর্তন। তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। ১০ দিনে দুর্দান্ত ব্যবসা করে ফেলেছে এই ছবি।


'পাঠান' ব্লকবাস্টার হিট হয়েছে। ভারতের বাজারে এই ছবি ইতিমধ্যেই ৪০০ কোটি টাকার গণ্ডি ছুঁতে চলেছে। তবে শুধু ভারতেই নয়, এই ছবি বিশ্বজুড়ে দুরন্ত ব্যবসা করে চলেছে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবারেও বেশ ভালই ব্যবসা করেছে এই ছবি। বিশ্ব বাজারে ৭২৫ কোটির ব্যবসা পেরিয়ে গেছে এই ছবি দ্বিতীয় শুক্রবারেই।  মাত্র ১০ দিনে সর্বোচ্চ ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় অষ্টম নম্বরে আছে 'পাঠান'। 


 






ছবি মাত্র ৯ দিনে ৩৬৪.১৮ কোটির ব্যবসা করেছে এই ছবি। দশম দিনেও দারুণ ব্যবসা হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী দশম দিনে ১৫ কোটি আয় করেছে শাহরুখের ছবি। তবে দেশে এই ছবি ৩৭৯.১৮ কোটির ব্যবসা। মনে করা হচ্ছে, অচিরেই ৪০০ কোটির গণ্ডিতে প্রবেশ করবে এই ছবি এবং তা আজ রাতের মধ্যে হবে বলেই মনে করা হচ্ছে। 


আরও পড়ুন: Sidharth Kiara Wedding: সিদ্ধার্থ-কিয়ারার ভালোবাসার প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা


সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানান যে, তিনি বহুদিন ধরেই শাহরুখ খানের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। আর সেটা অবশ্যই অ্যাকশন নির্ভর ছবিতে। দীর্ঘদিন ধরেই তাঁর মনে ছবির নাম 'পাঠান' ঠিক করা ছিল। শুধু তাই নয়, ছবির প্লটও মাথায় ছকা ছিল। আদিত্য চোপড়াকে তিনি তাঁর ভাবনার কথা জানান। আর আদিত্য চোপড়া সঙ্গে সঙ্গে সেটিকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবির তালিকায় যোগ করে ফেলেন। অন্যদিকে 'পাঠান'-এর সংলাপ লেখক আব্বাস টায়ারওয়ালা জানান, পর্দায় দেখা যাচ্ছে শাহরুখ খান, সলমন খান দুজনকে। বলিউডের দুই সুপারস্টারকে এক পর্দায় দেখা যাওয়াকালীন ডায়লগ কেমন হলে দর্শকরা হল মাতাবেন, তা ভেবেই তাঁর হাত কাঁপছিল।