নয়াদিল্লি: প্রায় ৪ বছরের অপেক্ষার পর বড়পর্দায় শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক। 'পাঠান' (Pathaan) ছবি দর্শন তাঁর অনুরাগীদের কাছে উৎসবের থেকে কম কিছু নয়। তার প্রমাণ, এই ছবির বক্স অফিস কালেকশন (Box Office Collection)। মাত্র তিন দিনেই এই ছবির আকাশছোঁয়া ব্যবসা এবং একের পর এক রেকর্ড ভাঙার ধারায় অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। এই ছবির ঐতিহাসিক সাফল্যের সঙ্গে একের পর এক ২০টি নতুন রেকর্ড তৈরি করেছে। 


'পাঠান' ছবির তৈরি ২০টি নতুন রেকর্ড


১. হিন্দি সিনেমার ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি আয় করা ছবি, যে ধারা মুক্তির প্রথম ও দ্বিতীয় দিনে অব্যাহত ছিল।


২. হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে ৫৫ কোটির ব্যবসার মাইলফলক।


৩. হিন্দি সিনেমার ইতিহাসে দ্বিতীয় দিনে ৭০ কোটির ব্যবসার মাইলফলক।


৪. দ্রুততম মাত্র দ্বিতীয় দিনেই ১০০ কোটির কোঠায় পৌঁছনো একমাত্র হিন্দি ছবি।


৫. মুক্তির পরপর দুদিনই ৫০ কোটি আয়ের মাইলফলক টপকে যাওয়া একমাত্র হিন্দি ছবি।


৬. ভারতের প্রতিটি ফিল্ম সার্কিটে দ্বিতীয় দিনেই রেকর্ড তৈরি।


৭. প্রথম দিনেই গোটা দেশজুড়ে সবচেয়ে বড় আকারে মুক্তি পাওয়া একমাত্র হিন্দি ছবি।


৮. করোনা অতিমারী পরবর্তী সময় প্রথম দিনের নিরিখে সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি, দ্বিতীয় দিনেও ধারা অব্যাহত। 


৯. 'নন-হলিডে রিলিজ' অর্থাৎ কোনও ছুটির দিনে মুক্তি না পাওয়া সত্ত্বেও প্রথম দিনে আয়ের পরিমাণের নিরিখে শীর্ষে।


১০. হিন্দি সিনেমার ইতিহাসে দ্বিতীয় দিনের ব্যবসার নিরিখে শীর্ষে।


১১. 'যশ রাজ ফিল্মস' একমাত্র প্রযোজনা সংস্থা যারা হিন্দি ছবির হাত ধরে ৫০ কোটির মাইলফলক ভেঙেছে ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে।


১২. গত চার বছরে এই প্রযোজনা সংস্থা চার বার ৫০ কোটির বেশি ব্যবসা করেছে।


১৩. প্রথম দিনে ৫০ কোটির মাইলফলক পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে 'যশ রাজ ফিল্মস'-এর 'ওয়ার' ও 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর পরের ছবি পাঠান'। 


১৪. 'এক থা টাইগার' ও 'ওয়ার'-এর পর এটি তৃতীয় 'যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্স' ছবি যা প্রথম দিনে রেকর্ড ব্যবসা করল। 


১৫. শাহরুখ খানের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।


১৬. দীপিকা পাড়ুকোনের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।


১৭. জন আব্রাহামের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।


১৮. সিদ্ধার্থ আনন্দের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।


আরও পড়ুন: 'Khagam' Graphic Novel: অন্য রূপে সত্যজিৎ রায়ের গপ্পো, 'খগম' এবার গ্রাফিক নভেল আকারে


১৯. যশ রাজ ফিল্মসের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।


২০. যশ রাজ ফিল্মস স্পাই ইউনিভার্স ফিল্মসের জন্য সর্বোচ্চ ব্যবসা করা প্রথম ও দ্বিতীয় দিন।