নয়াদিল্লি: 'পাঠান' (Pathaan) নিয়ে বিতর্ক বাড়ছেই। মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার (Madhya Pradesh Assembly Speaker) গিরিশ গৌতম (Girish Gautam) এই ছবিটি নিষিদ্ধ করার ব্যাপারে সমর্থন জানিয়েছেন। গিরিশ গৌতম স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের বক্তব্যকে সমর্থন করে শাহরুখ খানকে (Shah Rukh Khan) তাঁর মেয়ের সঙ্গে সিনেমাটি দেখতে বলেছেন।


'পাঠান' বিতর্ক অব্যাহত মধ্যপ্রদেশে


বিধানসভার স্পিকার গিরিশ গৌতম বলেন, 'আমি স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্রের বক্তব্যকে সমর্থন করি। সর্বোপরি শুধু একটি ধর্মকে টার্গেট করা হয় কেন? যদি তাঁদের সাহস থাকে, তাহলে হজরত মহম্মদের ছবি তৈরি করে সবুজ রঙের কাপড় ব্যবহার করে দেখান। এর কারণে সারা পৃথিবীতে রক্তপাত হবে।'


তাঁর কথায়, 'কানাডায় হজরত মহম্মদের বিরুদ্ধে কিছু হলে মুম্বই পুড়িয়ে দেওয়া হয়। এখন হিজাবের প্রশ্ন এলে একই লোকেরা উত্তর দিচ্ছে যে এটা ইরানের ইস্যু। আমাদের কিছু করার নেই।                                       


সেই সঙ্গে তিনি আরও বলেন, 'সনাতনীরাও এখন সচেতন হয়েছে। হ্যাঁ, আক্রমণাত্মক এবং হিংসাত্মক নয়। মনে হয় আমরা বেশি সহনশীল।' তিনি বলেন, 'এই ইস্যুতে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশ্ন তোলা মানুষগুলো কোথায়? তাঁর কথায়, 'গেরুয়া রং আমাদের জাতির গর্বের প্রতীক। আমাদের ধর্মে গেরুয়ার গুরুত্ব অনেক। সেই রংকে 'বেশরম রং' হিসাবে বর্ণনা করা হয়েছে গানে। সবুজকে সম্মান করা এবং গেরুয়াকে অপমান করা ঠিক নয়। তাহলে বসে বসে দেখুন আপনার মেয়েকে নিয়ে আপনি যে ছবিটি করছেন। মেয়ের সঙ্গে দেখতে পারবেন না। তখন আপনি এর পক্ষে যুক্তি দেবেন যে এর সঙ্গে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত। এর ভিত্তিতে আমরা আমাদের ধর্মের অবমাননা হতে দেব না।'            


আরও পড়ুন: 'Besharam Rang' Controversy: 'বেশরম রং' গানে পোশাক বিতর্ক! দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


অন্যদিকে,  দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বইয়ের সাকিনাকা পুলিশ স্টেশনে (Sakinaka Police Station)। 'পাঠান'-এর (Pathaan) 'বেশরম রং' (Besharam Rang) গানে গেরুয়া বিকিনি পরেছেন অভিনেত্রী, তার প্রতিবাদেই অভিযোগ। শনিবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অভিযোগে ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং অভিনেত্রীর বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফর্মেশন রিপোর্ট (FIR) দায়ের করার অনুরোধ করা হয়েছে।