মুম্বই: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan) এর টিজার। তবে এখনও নাকি এই ছবির ট্রেলার মুক্তি পেতে দেরি আছে ১ মাসেরও বেশ সময়! এই খবর বেশ হতাশ করেছে অনুরাগীদের। আর তাই, শাহরুখ অনুরাগীদের কথা ভেবে নতুন চমকের কথা ঘোষণা করলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল কিং খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' -এর টিজার। আগামী বছর ২৫ জানুয়ারি রিলিজ হবে শাহরুখ-দীপিকা-জনের ধুন্ধুমার অ্যাকশন ফিল্ম। বাজারের কথা মাথায় রেখেই হিন্দি, তামিল ও তেলুগুতে রিলিজ হচ্ছে এই বিগ বাজেট ফিল্ম।
আরও পড়ুন: Gaurav Riddhima: বছরে ২ বার বিবাহবার্ষিকী পালন করেন গৌরব-ঋদ্ধিমা!
আজ ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে জানুয়ারির শেষে। আর ট্রেলার মুক্তি পাবে জানুয়ারির প্রথমে। তবে জানুয়ারির মধ্যেই মুক্তি পাবে 'পাঠান'-এর দুটো গান। এর ফলে, ট্রেলারের ঝলক না পেলেও, দর্শকেরা শুনতে পাবেন 'পাঠান' -এর দুটি নতুন গান।
সিদ্বার্থ আনন্দ বলছেন, 'পাঠান-এর ২টো অনবদ্য গান মুক্তি পাবে এই বছরেই। আর গান দুটোই এই বছরের অ্যান্থম গান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। আমরা মানুষকে নতুন ২টো গানকে উপভোগ করার যথেষ্ট সময় দিতে চাই।'