কলকাতা: একই বছরে ২ বার বিবাহবার্ষিকী! এক বিয়ে নিজেদের ইচ্ছা মতো, আরেকবার পঞ্জিকামতে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) ও ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)। ঝরা পাতার নিচে একে অপরের সঙ্গে সোহাগের ছবি শেয়ার করে নিলেন অভিনেতা অভিনেত্রী।
কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে তাঁদের প্রেমের শুরু হয়েছিল, সেই প্রেমই পরিণতি পেয়েছে বিবাহবন্ধনে। কিন্তু তাঁরা নাকি ২৮ নভেম্বর নয়, বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন ২৪ নভেম্বর। সোশ্যাল মিডিয়ায় সেই কথাই শেয়ার করে নিয়েছেন ঋদ্ধিমা। লিখেছেন, 'পৃথিবীতে এমন মানুষ খুব কম আছেন যাঁরা ২টো বিবাহবার্ষিকী উদযাপন করার সুযোগ পান। কিন্তু আমরা করি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ২৪ নভেম্বর বিয়ে করব, কিন্তু পঞ্জিকা দিন ঠিক করে দিয়েছিল ২৮ নভেম্বর। সিদ্ধান্ত নেওয়ার আমরা আর কি। আমাদের সামাজিক বিবাহ আজ ৫ বছরে পা দিল। কী অপূর্ব কাটল এই ৫টা বছর। আরও অনেক স্মৃতি আর আরও অনেক কারণ তোমায় ভালবাসার জন্য। শুভ বিবাহবার্ষিকী।'
আরও পড়ুন: Saayoni Ghosh Exclusive: রাজনীতি করি বলে ছবির অফার নিয়ে আমার কাছে পৌঁছনো কঠিন মনে করেন অনেকে: সায়নী
সোশ্যাল মিডিয়ায় দুই তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সহ অভিনেতা অভিনেত্রীরা কমেন্ট বক্সে শেয়ার করে নিয়েছেন ভালবাসার বার্তা।