কলকাতা: মুক্তির অপেক্ষায় পৌলমী দাস (Paulomi Das) ও অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty) অভিনীত 'মানবিক' (Manobik)। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রীরূপ শেঠ (Sreerup Seth)।

মুক্তির অপেক্ষায় 'মানবিক'

বিগত দুই বছর গোটা বিশ্ববাসীর কাছেই খুব অপ্রত্যাশিত ছিল। গোটা পৃথিবীর ওপর নেমে আসে 'করোনা' অশনি। আর এই করোনা আবহে ঘটে যায় একের পর এক মোড় ঘোরানো ঘটনা। প্রথমে করোনার বাড়বাড়ন্ত, তারপর লকডাউন, এবং এর সঙ্গে দোসর হয়ে হাজির হওয়া ঘূর্ণিঝড় 'আমফান'। 

মানুষের জীবন লকডাউনের প্রভাবে এমনিই দুর্বিষহ হয়ে পড়েছিল অনেকটাই। অর্থাভাব, খাদ্যের অনিশ্চয়তা, কর্মহীনতা সমাজের এক শ্রেণীর মানুষকে ভাবিয়ে তুলছিল প্রতিনিয়ত। তার মধ্যে যখন এসে দোসর হয় ঘূর্ণিঝড় 'আমফান', অনেকের মাথা থেকেই ছাদের নিশ্চয়তাটুকুও চলে গিয়েছিল।

একদিকে এক শ্রেণির মানুষ যখন ধুঁকছে, তখন এমন অবস্থার সুযোগ নিতেও কিন্তু বাকি রাখেননি অনেকে। সমাজে আমরা যাদের তথাকথিত সেলিব্রিটি তকমায় দাগিয়ে দিই, তাদের এক অংশ এই সময় ব্যস্ত হয়ে পড়েছিল নিজেদের 'পিআর স্ট্র্যাটেজি' সাজাতে। অন্যদিকে কেউ কেউ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে ছিলেন নিঃশব্দে।

এমনই দুই জন তারকা অভিনেত্রীর অত্যন্ত পরিচিত এক জীবনভিত্তিক ছোট ছবি নিয়ে এবার মানুষের কাছে আসছেন টলি পাড়ার দুই উঠতি মুখ পৌলমী দাস ও অনুষ্কা চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে 'তীরন্দাজ শবর', 'মহানন্দা'-র মতো ছবি মাধ্যমে দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ পৌলমী। অন্যদিকে 'হীরালাল', '৮/১২' (বিনয় বাদল দীনেশ)-এর মতো ছবি দিয়ে মানুষের মন জয় করেছেন অনুষ্কা। এবার এই দুজনকেই একসঙ্গে এই ছোট ছবিতে দেখা যাবে।

আরও পড়ুন: Kothamrito: অপরাজিতা আর কৌশিকের নির্বাক রসায়ন শোনাবে কোন 'কথামৃত'?

ছবির নাম 'মানবিক'। পরিচালনায় শ্রীরূপ শেঠ। সুজিতা সেন পরিবেশিত, নতুন প্রযোজনা সংস্থা 'সেনসেশনস' প্রযোজিত এই ছবি খুব শিগগির দেখা যাবে দেখা যাবে 'সেনসেশনস'-এর ইউটিউব চ্যানেলে। ছবিতে মঞ্জুরী ও দেবপ্রিয়া নামে দুই জনপ্রিয় অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে পৌলমী ও অনুষ্কাকে। অন্যান্য চরিত্রে রয়েছেন ইনা বাগচী ও কৌশিক দত্ত।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পি খান, ক্যামেরায় রয়েছেন দীপ বসু, বরুণ সাগ্গি, ও পুলক চক্রবর্তী। সম্পাদনায় রয়েছেন অর্ণব দত্ত। ছবি সম্পর্কে পরিচালক বলেন, 'এই গল্প ভীষণভাবে বাস্তব থেকে অনুপ্রাণিত, লকডাউন, ঘূর্ণিঝড় নিয়ে সমাজে এলিট তকমাতে মিশে থাকা সেলিব্রিটিরা কেউ কেউ যে ব্যক্তিগত রাজনীতি করেছেন, যেমন করে নিজেদের প্রচারে সুযোগ নিয়েছেন আপৎকালীন অবস্থার এই ছোট ছবি সেই কথাই বলবে। আশা করি সকলের ভাল লাগবে এই ছবি।'