নয়াদিল্লি: অভিনেত্রী পায়েল ঘোষ পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহ ও অভব্য আচরণের অভিযোগ করেছেন। তাঁর এই অভিযোগ সামনে আসার পর বলিউডের অনেক তারকাই অনুরাগের পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে, পায়েলের পাশে দাঁড়িয়েছেন কঙ্গনা রানাউত। এছাড়াও বিজেপি নেত্রী তথা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ও পায়েলের হয়ে সোচ্চার হয়েছেন। পায়েল এই দুই জনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে বলেছেন, বলিউডে কেউ তাঁকে সমর্থন করবে না, এটা তিনি জানেন।
অনুরাগের বিরুদ্ধে অভিযোগ তোলার পর সোমবার রাত মুম্বইয়ের আশিয়ারা থানায় গিয়েছিলেন। কিন্তু সেখানে কোনও মহিলা পুলিশ আধিকারিক না থাকায় তিনি অভিযোগ দায়ের করতে পারেননি। তিনি আজ ফের থানায় গিয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানা গিয়েছে। যৌন নিগ্রহের মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও লোকজন অনুরাগের পাশে দাঁড়াচ্ছে এবং তাঁকে এই সমর্থন করছে না, এই ঘটনায় কিছুটা হতাশ পায়েল। এ ব্যাপারে পায়েল বলেছেন, জানতাম যে বলিউডের কেউ আমাকে সমর্থন করবে না। আমার কারও থেকে কিছু প্রত্যাশা ছিল না।
উল্লেখ্য, অনুরাগের পাশে দাঁড়িয়েছেন তাপসী পান্নু, কল্কি কোচলিন, মাহি গিল, রাধিকা আপ্তে, সায়নী গুপ্তর মতো সেলিব্রিটিরা। শুধু তাই নয়, পরিচালক রাম গোপাল ভার্মা ও প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানও অনুরাগের পাশে দাঁড়িয়েছেন।
এই পরিস্থিতি পাশে দাঁড়ানোয় রূপা গঙ্গোপাধ্যায়ের প্রতি ট্যুইট করে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন পায়েল। তিনি লিখেছেন, আপনার সমর্থনের জন্য ধন্যবাদ। অন্যদিকে, কঙ্গনাকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখেছেন, এটাই সঠিক সময় এবং আপনার সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। আমরা মহিলা ও আমরা সবাইকে একসঙ্গে নিয়ে আসতে পারি।