কেরল: ধর্ষণ, তারপর আপত্তিকর ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়। জামিনের শর্ত হিসাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দিল কেরল হাইকোর্ট। নির্দেশ অনুযায়ী বিচার শেষ না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না ওই অভিযুক্ত। বিচারে দোষী সাব্যস্ত হলে ব্লক করে দেওয়া হবে ওই ব্যক্তির সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।


২০১৮ সালে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয় বছর ২৩-এর ওই যুবক। ১৯ বছরের একটি মেয়েকে ৬ বার ধর্ষণ ও পরে তার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই যুবক। সূত্রের খবর, মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ধর্ষণ করার পর মেয়েটির আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় ওই যুবক। একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছবি পোস্টও করে সে।

বিচারাধীন ওই যুবকের বিরুদ্ধে ৪৩৯ ও ৪৩৭ ধারায় মামলা রুজু হয়। আপাতত জামিনে ছাড়া পেয়েছে ওই যুবক। কিন্তু ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ যাবতীয় সোশ্যাল মিডিয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। বর্তমানের কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই জামিন পেয়েছএ ওই যুবক।