মুম্বই: লোকে তাঁর ফ্যাশন সেন্সের বিচার করলে তিনি ঘাবড়ে যান না কারণ ভালভাবে জানেন, ফ্যাশন সম্পর্কে তাঁর ধারণা নেহাতই কম। এমনকী ফ্যাশন প্যারেডে হাঁটতেও লজ্জা করে তাঁর। বললেন আমির খান। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জানিয়েছেন, তাঁর জীবনচর্যা সাম্প্রতিক ফ্যাশন থেকে বহু হস্ত দূরে, তিনি খারাপ জামাকাপড় পরতেই অভ্যস্ত। লোকে জানে, তাঁর ফ্যাশন সেন্স নেহাত খারাপ তাই এ নিয়ে তাঁর কোনও আতঙ্ক নেই।
আমির বলেছেন, জীবনে একবারই তিনি র্যাম্পে হেঁটেছেন। সলমন খানের বিইং হিউম্যান সংস্থার জন্য। র্যাম্পে হাঁটার সময় সকলে তাকিয়ে থাকে, তাতে আরও অস্বস্তিতে পড়েন তিনি।
অল্পবয়সি ছেলেমেয়েদের নিজের সংস্থায় ইন্টার্ন হিসেবে নেন আমির। কারণ হিসেবে তিনি বলেছেন, তাঁর কাজ, সাক্ষাৎকার দেওয়া, লোকের সঙ্গে মেলামেশা- এ সব দেখে তরুণ প্রজন্ম যাতে নিজেদের বলিউডের জন্য প্রস্তুত করতে পারে, সে কথা ভেবেই তাঁর এই পদক্ষেপ।
আমার ফ্যাশন সেন্স সম্পর্কে লোকের ধারণা বিশেষ উঁচু নয়: আমির খান
ABP Ananda, Web Desk
Updated at:
06 Dec 2016 09:32 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -