মুক্তির প্রথম দিনেই ৪.০২ কোটি রোজগার ফিলাউরি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2017 03:22 PM (IST)
মুম্বই: এনএইচটেন-এর পথ ধরেই হিট করতে চলেছে অনুষ্কা শর্মার দ্বিতীয় প্রযোজনা ফিলাউরি। অন্তত প্রথম দিনের রোজগার তো তাই বলছে। মুক্তির প্রথম দিন ৪.০২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ব্যবসার ৫২ শতাংশই হয়েছে উত্তর ভারতে। ছবির প্রযোজকরা মন্তব্য করেছেন, ফিলাউরি মজাদার, পারিবারিক ছবি। যে কোনও বয়সের মানুষ সপ্তাহশেষে সপরিবারে উপভোগ করতে পারবেন। ২১ কোটি টাকা দিয়ে তৈরি হয়েছে ছবিটি। উপগ্রহ ও মিউজিক রাইটস থেকে তা ইতিমধ্যেই তুলে নিয়েছে ১২ কোটি টাকা।