জাহ্নবীর চোখে জল, ৫৫ তম জন্মবার্ষিকীতে প্রয়াত শ্রীদেবীকে স্মরণ পরিবারের
ছবি প্রদর্শনীতে এসে চোখ ছলছল করে ওঠে মেয়ে তথা অভিনেত্রী জাহ্নবীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবনি কপূর বলেন, শ্রীদেবী যে ফাঁকা জায়গা রেখে গিয়েছেন, তা অপূরণীয়। আমরা তাঁর স্মৃতি আঁকড়ে বেঁচে থাকব। শ্রীদেবী আমার সঙ্গে সর্বদা থাকবে। ওর স্মৃতি সবসময় আমাকে সঙ্গ দেয়।
হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, মালায়ালাম, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন শ্রীদেবী।
শ্রীদেবীর নামাঙ্কিত রেট্রোস্পেক্টিভে থাকা ছবিগুলির তালিকায় ছিল ‘মম’, ‘লামহে’, ‘ইংলিশ ভিংলিশ’, ‘চাঁদনি’ ও ‘সদমা’।
ওই প্রদর্শনীর উদ্যাক্তা ছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ফিল্ম ডিভিসন। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রীদেবীর স্বামী তথা চলচ্চিত্র প্রযোজক-পরিচালক বনি কপূরের ঘনিষ্ঠ বন্ধু তথা রাজ্যসভা সাংসদ অমর সিংহ।
শ্রীদেবীর দেওর তথা বলিউড অভিনেতা অনিল কপূর বলেন, শ্রীদেবী একজন সত্যিকারের তারকা। যিনি একদিকে যেমন পর্দায় ঝলমল করতেন আবার অন্যদিকে সকলের হৃদয়ে ছুঁয়ে যেতেন যাতে তাঁদের জীবন উজ্জ্বল হয়ে উঠত। এমন একদিনও যায় না, যেদিন শ্রীদেবীকে আমাদের মনে পড়ে না। আপনি আমাদের মনে সদা বিরাজমান।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি, দুবাইয়ের হোটেলের ঘরে বাথটবে দুর্ঘটনাবশত ডুবে মারা যান শ্রীদেবী।
শ্রীদেবীর ৫৫ তম জন্মবার্ষিকী পালন করল প্রয়াত অভিনেত্রীর পরিবার। দিল্লিতে শ্রীদেবীর অভিনীত কিছু বাছাই করা ছবির প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার-পরিজনরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -