মেট্রোয় কামরা বসা করণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই সানি দেওল-পুত্রের বিনম্রতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তাঁর লুকেরও তারিফ করেছেন।
জানা গেছে, আন্ধেরিতে সিনেমার শ্যুটিং চলছে। সেখানে মেট্রোতে করে গেলেন করণ। সকালে ভিড় কম থাকে। তাই মেট্রোতে করে শ্যুটিং স্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন করণ।
উল্লেখ্য, বনি কপূর, টাইগার শ্রফ ও তাঁর বোন কৃষ্ণা শ্রফের মতো তারকাদের ভিড় এড়াতে এই গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে দেখা গিয়েছে।