নয়াদিল্লি: ‘পল পল দিল কে পাস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে প্রবীন অভিনেতা ধর্মেন্দ্রর নাতি তথা সানি দেওলের পুত্র করণ দেওলের। আসন্ন সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বয়ং করণের বাবা সানি দেওলই। শ্যুটিং পুরোদমে চলছে। মধ আইল্যান্ডে খুব শীঘ্রই চূড়ান্ত পর্যায়ের শ্যুটিং সম্পন্ন হয়ে যাবে। সিনেমার মুক্তির আগেই প্রচারের আলোয় এসেছেন করণ। এবার তাঁকে মুম্বইয়ে মেট্রো রেলে চড়ে যেতে দেখা গেল।



মেট্রোয় কামরা বসা করণের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের অনেকেই সানি দেওল-পুত্রের বিনম্রতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে তাঁর লুকেরও তারিফ করেছেন।




জানা গেছে, আন্ধেরিতে সিনেমার শ্যুটিং চলছে। সেখানে মেট্রোতে করে গেলেন করণ। সকালে ভিড় কম থাকে। তাই মেট্রোতে করে শ্যুটিং স্থলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন করণ।

উল্লেখ্য, বনি কপূর, টাইগার শ্রফ ও তাঁর বোন কৃষ্ণা শ্রফের মতো তারকাদের ভিড় এড়াতে এই গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করতে দেখা গিয়েছে।