ওয়েলিংটন: বিদেশের মাটিতে বোলিং অর্ডারে পয়লা নম্বর স্পিনারের দৌড়ে এখন রবিচন্দ্রন অশ্বিনের থেকে এগিয়ে কুলদীপ যাদব। চলতি বছর সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুলদীপের পাঁচ উইকেট দখলের কথা উল্লেখ করে এ কথা জানিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট রিস্ট স্পিনারদের রেওয়াজ থাকবে এবং দেশের এক নম্বর স্পিনার হিসেবে অশ্বিন ও রবীন্দ্র জাডেজার তুলনায় কুলদীপ ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন।


একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেছেন, ইতিমধ্যেই কুলদীপ বিদেশে টেস্ট খেলেছে এবং পাঁচ উইকেটও পেয়েছে। তাই ও-ই বিদেশের মাটিতে আমাদের এক নম্বর স্পিনার। আগামী দিনে কোনও ম্যাচে একজন স্পিনার খেলানো হলে, আমরা ওকেই বেছে নেব।

ভারতীয় দলের কোচ আরও বলেছেন, (২০১৮-তে অশ্বিনের ফিটনেসের সমস্যার কথা উল্লেখ করে) প্রত্যেকেরই একটা সময় রয়েছে। কিন্তু এখন কুলদীপই বিদেশে আমাদের এক নম্বর স্পিনার।

বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে কুলদীপ পাঁচ উইকেট নিয়ে অজি ইনিংসে জোরাল আঘাত হেনেছিলেন। বেশিরভাগ অজি ব্যাটসম্যানেরই তাঁর বল বুঝতে অসুবিধা হয়েছে।

শাস্ত্রী বলেছেন, সিডনিতে কুলদীপের বোলিং আমাকে মুগ্ধ করেছে। টেস্ট ক্রিকেটে , বিশেষ করে বিদেশে রিস্ট স্পিনের যুগ শুরু হতে চলেছে। সিডনিতে ও যেভাবে বোলিং করেছে, তাতে বিদেশে টেস্ট ক্রিকেটে আমাদের পয়লা নম্বর স্পিনার হয়ে উঠেছে।