দেখুন, করিনা কপূরের ভাইরাল হওয়া শারীরিক কসরতের ছবি
web desk, ABP Ananda | 13 Jun 2019 12:14 PM (IST)
মা হওয়ার পর বেবি ফ্যাট ঝরাতে করিনা মূলত ভরসা রেখেছিলেন যোগাভ্যাসেই।
২ বছরের তৈমুরের মা করিনার শারীরিক কসরত অবাক করবে সবাইকেই।
মুম্বই: বলিউডে তাঁর মেদহীন ছিপছিপে চেহারার ভক্ত অনেকেই। ফিটনেস-ফ্রিক হিসেবে ইন্ডাস্ট্রিতে করিনার সুনাম বরাবরের। টশন-এর সাইজ জিরো করিনা মা হওয়ার পরও ফিটনেস সম্পর্কে ততটাই সচেতন। তাঁর শরীরচর্চার ছবি দেখলে তাক লেগে যাবে যে কারও। শুধু জিমে গিয়ে কসরত নয়, করিনা যোগাও করেন নিয়মিত। মা হওয়ার পর বেবি ফ্যাট ঝরাতে করিনা মূলত ভরসা রেখেছিলেন যোগাভ্যাসেই। ২ বছরের তৈমুরের মা করিনার শারীরিক কসরত অবাক করবে সবাইকেই। এখন ইতালিতে ছুটি কাটাচ্ছেন বেবো। এরই মধ্যে তাঁর ফিটনেস ট্রেনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কিছু ছবি। দেখুন সেই সব ছবি।