মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির বায়োপিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মানুষের কাছে পৌঁছবে এই ছবি। নাম, 'প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি'। ছবির পোস্টারে ইতিমধ্যেই নরেন্দ্র মোদির বেশ দেখা গিয়েছে বিবেককে। বেশ অচেনাই দেখাচ্ছে তাঁকে।
এই ছবি নিয়ে অভিনেতা বলছেন, 'দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি। এই ছবির মাধ্যমে আমি সুযোগ পেয়েছি রুপোলি পর্দায় নরেন্দ্র মোদির জীবনের ওঠাপড়া ও কঠিন সময়গুলিকে দর্শকদের কাছে তুলে ধরার। অভিনেতা হিসাবে এই চরিত্র আমার কাছে বড় প্রাপ্তি। গুজরাটের মুখ্যমন্ত্রী কিভাবে ভারতবর্ষের সবচেয়ে সম্মানীয় পদের জন্য নির্বাচিত হলেন সেই গল্পই তুলে ধরবে 'প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি'।
ছবির পরিচালক উমঙ্গ কুমার বলেন, 'এই ছবিটি নরেন্দ্র মোদির জীবনকে উদযাপন করার জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মানুষের তাঁর জীবনের গল্প জানা উচিত। আমার এই ছবি পরিচালনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ'
২০১৯ সালেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিএম নরেন্দ্র মোদি’-র। কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য ভোটের আগে ছবির মুক্তি পিছিয়ে দেয় নির্বাচন কমিশন। কংগ্রেস এবং অন্যান্য দলের অভিযোগে মামলাটির প্রতি বিশেয় নজর দেয় সুপ্রিম কোর্ট। পুরো ছবি দেখার পর মুক্তির স্থগিতাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।
সেইসময় ছবির মুক্তির জন্য সিরডির মন্দিরে পুজোও দিয়েছিলেন বিবেক ওবেরয়। তিনি বলেছিলেন, 'নরেন্দ্র মোদির বায়োপিক অনুপ্রেরণামূলক ছবি। একজন চা-ওয়ালার দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প আছে এই ছবিতে যা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।' তিনি আরও বলেন, 'এই ছবি মমতা ব্যানার্জী থেকে রাহুল গাঁধী প্রত্যেকেই পছন্দ করবেন।' বিবেক জানান, রাজ ঠাকরেকে তাঁরা সবাই ছবি দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি কেন এই ছবির বিরোধিতা করছেন!
প্রসঙ্গত, সেইসময় গুজরাতের নির্বাচনের কারণে এই ছবি মুক্তির বিরোধিতা করেন অনেকে। অভিযোগ ওঠে, ছবিটি একটি রাজনৈতিক প্রচার।