কলকাতা: সুস্থ হলেও এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ বিকেলে নিজেই ফোন করে মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাঁর সঙ্গে নিজেই কথা বলেছেন অভিনেতা। জানিয়েছেন তিনি আশা রাখছেন খুব তাড়াতাড়িই ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কিছুক্ষণ কথা বলার পরে, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ফোন রাখেন প্রধানমন্ত্রী। 


মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিল বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। আজ অভিনেতাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। এরপরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় নেতারাও প্রত্যেক মুহূর্তে যোগাযোগ রেখেছেন। বিজেপির রাজ্য নেতৃত্বরাও মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের সমস্ত আপডেট নিয়ে জানাচ্ছেন দিল্লিতে। শোনা যাচ্ছে, সামনেই ভোট এবং সেখানে মিঠুন চক্রবর্তীকে মুখ করে প্রচারে নামার পরিকল্পনা রয়েছে বিজেপির।


আজ মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করে এসে সুকান্ত মজুমদার বলেন, 'মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তাঁকে আগামীকালই ছেড়ে দেওয়া হবে। তারপরেই উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। হয়তো শ্যুটিংয়েও নেমে পড়তে পারেন। সবাই জানেন, উনি একজন লড়াকু মানুষ। কামব্যাক করা ওঁর জীবনের বৈশিষ্ট্য। মিঠুনদাকে দেখে আবার সেই পুরনো মিঠুনদাই মনে হল। উনি তো কাল থেকেই শ্যুটিংয়ে নেমে পড়তে চাইছিলেন। চিকিৎসকেরাই বলেছেন একটা দিন বিশ্রাম নিয়ে নামতে। খুব তাড়াতাড়ি আমাদের সবার প্রিয় মিঠুনদাকে আবার পর্দায় এবং অন্যান্য জায়গাতেও দেখতে পাব।'


সম্প্রতি শ্যুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন মিঠুনের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে  তাঁকে নিউরোলজি বিভাগের ICU-তে ভর্তি করা হয়। মিঠুনের জন্য গঠন করা হয় আলাদা  মেডিক্যাল বোর্ডও। হাসপাতাল সূত্রে জানা যায়,  তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীই মিঠুনকে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা মিঠুনকে পরীক্ষা করেন। এর পর তাঁকে রেডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়।


এর পর উপসর্গ দেখে বিশেষজ্ঞ নিউরোলজিস্টের পরামর্শে মস্তিষ্কের MRI করা হয় মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, MRI রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া হয়, অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ দিয়ে অভিনেতাকে সুস্থ করে তোলা হবে। মিঠুনের পরিবারের তরফে এটি রুটিন চেক আপ বলে জানানো হয়েছে। হাসপাতালের দাবি, রুটিন চেক আপ নয়, স্ট্রোক হওয়ায় অভিনেতাকে হাসপাতালে আনা হয়। তবে তাঁর অবস্থা স্থিতিশীল।


আরও পড়ুন: Mithun Chakraborty: 'ভাল হয়ে ওঠো.. আবার একসঙ্গে খেলব', মিঠুনের সুস্থতা কামনায় ছোট্ট 'মিনি'