কলকাতা: ছোটবেলার নববর্ষ যেমন করে কাটে.. হালখাতা, বাঙালি খাবার, মিষ্টি, পাঁঠার মাংস.. ইমন চক্রবর্তীর ছোটবেলার নববর্ষও ঠিক তেমনই ছিল। বাড়ির বড়দের সঙ্গে দোকানে দোকানে ঘুরে হালখাতা করতেন, অপেক্ষা করতেন নতুন জামারও। নববর্ষের আগে এবিপি লাইভের সঙ্গে নিজের ছোটবেলার নববর্ষের স্মৃতি ভাগ করে নিলেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।


ইমনের নববর্ষ


এখন নববর্ষ কাটে কাজের ব্যস্ততায়। কেমন ছিল সঙ্গীতশিল্পীর ছোটবেলার নববর্ষ? ইমন বলছেন, 'বাঙালি বাড়িতে যেমন করে নববর্ষ কাটে, তেমন করেই কাটত। সকালে আমি দাদুভাইয়ের সঙ্গে হালখাতা করতে যেতাম। তখন একটা রসনা দিত জলে গুলে। সেইটার লোভেই হালখাতায় যেতাম। আর বাড়িতে জমা হত মিষ্টির প্যাকেট। তবে তার বেশিরভাগই বাসি মিষ্টি।' কথা শেষ করেই হেসে ফেললেন ইমন। 


তারপর বললেন, 'সেদিন বাড়িতে বাঙালি খাওয়া দাওয়ারও আয়োজন থাকত। আর বাঙালি বাড়িতে ভালো খাওয়া মানেই তো পাঁঠার মাংস। সেটা মেনুতে থাকত অবশ্যই।'


আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়ে মিটতেই আবেগপ্রবণ পোস্ট সোনি রাজদানের


বলিউডকে পাল্লা দিতে হচ্ছে দক্ষিণী ছবির সঙ্গে। বাংলা গানকে কতটা পাল্লা দিতে হচ্ছে অন্যান্য ভাষার সঙ্গে? ইমন বললেন, 'অনেকটাই। এটা খুব দুর্ভাগ্যজনক। যেখানে দক্ষিণী ছবি তাদের নিজেদের ভাষা নিয়ে এগিয়ে চলেছে, বলিউডকে টক্কর দিচ্ছে, আমার মনে হয় সেখানকার দর্শক আর ব্যবসায়ীক দিক যাঁরা দেখছেন, তাঁদেরও দায়িত্ব রয়েছে ছবিগুলি এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা সবাই এগিয়ে এলে বাংলা ছবি, বাংলা গানও লড়াই করতে পারবে। কেবল সাহসটা রাখতে হবে। আমার বিশ্বাস আমি পারব।'


সদ্য মুক্তি পাওয়া ছবি 'মহানন্দা'-তে 'মাটি আমার' গানটি গেয়েছেন ইমন। 'মাটি আমার শুনছে কথা'-র জন্য সেরা পাওয়া ইমনের সেরা প্রশংসা কোনটা? একমুখ হেসে সঙ্গীতশিল্পী বললেন, 'বিক্রমদার এই গানটা ভীষণ পছন্দ। অরিন্দমদাও নিজে আমায় বলেছেন গানটি খুব ভালো হয়েছে। অপর্ণা সেন গানটির প্রশংসা করেছেন। অনেক গুণী মানুষের থেকেই প্রশংসা পেয়েছি। সর্বোপরি আমার দর্শকরা, আমার শ্রোতারা গানটিকে ভালোবেসেছেন। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি যখন গানটা শুনেছিলাম, গায়ে কাঁটা দিয়েছিল। গানের কথা আর সুরের মেলবন্ধনের জবাব নেই।'