কলকাতা: ফাঁড়া কেটেও কাটছে না অল্লু অর্জুনের (Allu Arjun)। হায়দরাবাদের থিয়েটারে পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলে চলেছে প্রশাসন। সদ্যই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। তাঁকে জেলে একটি রাতও কাটাতে হয়েছিল। তবে পরের দিনই জামিন পেয়েছিলেন অভিনেতা। আর তাঁর জামিন হওয়ার পরেই স্বস্তিতে তাঁর পরিবার থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা। তবে সমস্যা কেটেও যেন কাটছে না অল্লু অর্জুনকে। এবার কোন সমস্যায় পড়েছে তিনি?


সূত্রের খবর, এবার নাকি, হায়দরাবাদের থিয়েটারে পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলে চলেছে প্রশাসন। এই ঘটনার পরে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পদপৃষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় নাকি অল্লু অর্জুনকে প্রেক্ষাগৃহে হাজির না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। তাতে তিনি রাজি হননি। সেই কথা না শুনেই নায়ক উপস্থিত হয়েছিলেন সেখানে। তাই এই ঘটনার দায়ভার কখনোই অল্লু অর্জুন এড়াতে পারেন না বলে মত প্রশাসনের। 


সেদিন ঠিক কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে? ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা ২'-এর স্পেশাল স্ক্রিনিং দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার মানুষ। এই প্রিমিয়ারে স্বামী ও দুই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রেবতীও। কিন্তু অল্লু অর্জুন হঠাৎ সেখানে আসার পরেই বদলে যায় পরিস্থিতি। প্রচুর মানুষের মধ্যে অভিনেতাকে আর একটু কাছ থেকে দেখার জন্য হইহই পড়ে যায়। ভিড়ের চাপে দমবন্ধ হয়ে আসে রেবতীর। একপরেই পদপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর জখম হয় রেবতীর ৮ বছরের ছেলেও। হাসপাতালে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। রয়েছে ভেন্টিলেশনে। এই ঘটনায় এর আগেই দুঃখপ্রকাশ করেছেন অল্লু অর্জুন। 


শুধু দুঃখপ্রকাশই নয়, অল্লু অর্জুন ওই পরিবারকে ২৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। সঙ্গে ওই শিশুর যাবতীয় চিকিৎসা খরচ বহন করার কথাও উল্লেখ করেছেন। তবে অল্লু অর্জুন প্রথমে ওই পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। পরে তিনি জানান, আইনি জটিলতার জন্য আপাতত তাঁকে ওই পরিবারের সঙ্গে দেখা করতে বারণ করা হয়েছে। তবে তিনি এও জানিয়েছিলেন, তাঁর প্রার্থনা সবসময় ওই পরিবারের সঙ্গে রয়েছে। তবে এবার নতুন বিপদে অল্লু অর্জুন। তাঁর বিরুদ্ধে এবার প্রশাসন। এই মামলা কোন দিকে এগোয় সেইদিকে নজর রয়েছে সবারই।


আরও পড়ুন: Laapataa Ladies: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল আমির খান-কিরণ রাওয়ের 'লাপতা লেডিজ়'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।