কলকাতা: এই ছবি অস্কার আনবে.. এই প্রত্যাশাই ছিল সকলের। তবে সেই স্বপ্ন আর সফল হল না এবার। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'লাপতা লেডিজ়' (Laapataa Ladies)। সদ্যই আকাদেমির তরফ থেকে ঘোষণা করা হয়েছে কোন কোন ছবি উত্তীর্ণ হয়েছে অস্কারের জন্য। আর সেই তালিকায় নাম নেই 'লাপতা ডেজিজ়'-এর। আমির খান প্রযোজিত, কিরণ রাও পরিচালিত এই ছবি দর্শকদের মন জয় করেছিল খুব সহজেই। এই ছবির ইউএসপিই ছিল ছবির সারল্য। তবে অস্কারের দৌঁড়ে টিঁকতে পারল না এই ছবি। যদিও ইউকে থেকে বেছে নেওয়া হয়েছে 'সন্তোষ' বলে একটি ছবি যেটি ভারতের গল্প বলছে ও সেখানে ভারতীয় অভিনেতা অভিনেত্রীরাই রয়েছেন।


যে ছবিগুলি এবারের অস্কারে জায়গা করে নিয়েছে সেগুলি হল: 


Brazil, "I'm Still Here"


Canada, "Universal Language"


Czech Republic, "Waves"


Denmark, "The Girl with the Needle"


France, "Emilia Pérez"


Germany, "The Seed of the Sacred Fig"


Iceland, "Touch"


Ireland, "Kneecap"


Italy, "Vermiglio"


Latvia, "Flow"


Norway, "Armand"


Palestine, "From Ground Zero"


Senegal, "Dahomey"


Thailand, "How to Make Millions before Grandma Dies"


United Kingdom, "Santosh"


যদিও বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি লাপতা লেডিজ়। তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পরে এই ছবি দেখেছিলেন সবাই। প্রশংসাও করেছিলেন। সম্প্রতি ফে ডি'সুজাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালিকা কিরণ রাও স্বীকার করে নেন যে তাঁর দ্বিতীয় ছবি 'লাপতা লেডিজ' বক্স অফিসে অসফল হয়েছে। 


তাঁর কথায়, 'একরকমভাবে, এই দুই ছবিই ('ধোবি ঘাট' ও 'লাপতা লেডিজ') বক্স অফিসে দারুণ ব্যবসা করেনি। 'ধোবি ঘাট' যদিও সেই সময় হিসেবে ভাল ব্যবসা করেছিল। ১০ থেকে ১৫ বছর পর, 'লাপতা লেডিজ' কিন্তু 'ধোবি ঘাট' ছবির থেকে খুব বেশি কিছু করতে পারেনি। ফলে, বলা চলে, যে আমি ব্যর্থ বলে মনে করি। বক্স অফিসের হিসেবে আমরা সফল নই। প্রচলিত নিয়মে, আমরা হাজার কোটি টাকার ব্যবসা করিনি, এমনকী ৩০, ৪০ বা ৫০ কোটিও না। এটাকে ব্যর্থতাই বলা চলে। এর জন্য আমি নিজেকেই দায়ী করি। 'ধোবি ঘাট' ছবির সময় এটা আরও বেশি করে মনে হত কারণ তখন বিকল্প আর কোনও মাধ্যম ছিল না, ওটিটি ছিল না সেই সময়। ফলে খুব বেশি দর্শকের কাছে পৌঁছয়নি। আমি বিশ্বাস করি যে সেই সময়ের নিরিখে খানিক আলাদা ছিল ছবিটা এবং সেই সময় প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে খুবই বিরল। কিন্তু তাছাড়া, খুব একটা না। খুব গভীরভাবে ব্যর্থ নিজেকে মনে হয়নি।'


আরও পড়ুন: Shah Rukh Khan: সংবাদমাধ্যমকে আর সাক্ষাৎকার দিতে রাজি নন, কেন এই দূরত্ব বজায় রাখতে চান শাহরুখ?