কলকাতা: তাঁদের বিয়ের যে কোনও খবরই থাকে চর্চার কেন্দ্রে। রাজকীয় আসর, চোখ ধাঁধিয়ে দেওয়া জাঁকজমক হার মানায় যে কোনও বলিউডের বিবাহ-বাসরকেও। তাঁদের প্রি-ওয়েডিংয়ের আয়োজনই তাক লাগিয়ে দিয়েছিল তামাম ভারতবাসীকে। সেই সঙ্গে আগ্রহ ছিল এ নিয়েও, যে তাঁদের বিয়ের আসর ঠিক কোথায় বসবে? কেমন হবে তার আয়োজন? অন্যদিকে, মিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিচ্ছে। এরই মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল (Indian Premier League) সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) ডেকে পাঠাল মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী সংস্থা ভিয়াকম ১৮-র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


লন্ডনে নয়, দেশের মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা, শুভদিন কবে?


তাঁদের বিয়ের যে কোনও খবরই থাকে চর্চার কেন্দ্রে। রাজকীয় আসর, চোখ ধাঁধিয়ে দেওয়া জাঁকজমক হার মানায় যে কোনও বলিউডের বিবাহ-বাসরকেও। তাঁদের প্রি-ওয়েডিংয়ের আয়োজনই তাক লাগিয়ে দিয়েছিল তামাম ভারতবাসীকে। সেই সঙ্গে আগ্রহ ছিল এ নিয়েও, যে তাঁদের বিয়ের আসর ঠিক কোথায় বসবে? কেমন হবে তার আয়োজন? খবর এও ছিল, দেশে নয় লন্ডনে নাকি বসবে অনন্ত অম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)-এর বিয়ের আসর। তবে সদ্য পাওয়া খবর অনুযায়ী, বিদেশে নয়, দেশের মাটিতেই বিয়ে হবে অনন্ত-রাধিকার। বিত্তশালী হলেও, অনন্ত-রাধিকা কখনও ভুলে যাননি তাঁদের শিকড়কে। সম্ভবত তাই, তাঁদের প্রি-ওয়েডিং-এর আসর বসেছিল জামনগরে, মুম্বই বা দিল্লির মতো শহরে নয়। যে শহরের সঙ্গে মিশে রয়েছে তাঁদের স্মৃতি, সেই শহরকেই তাঁদের বিবাহবন্ধনের সাক্ষী করতে চেয়েছিলেন অনন্ত-রাধিকা। আর তাঁদের প্রিওয়েডিংয়ের ধুমধাম দেখেই চর্চা শুরু হয়েছিল, কবে বিয়ে হবে এই জুটির? অবশেষে শোনা যাচ্ছে, ১২ জুলাই সামাজিক বিয়ে হবে তাঁদের।  কোথায় হবে অনন্ত-রাধিকার বিয়ে, এই নিয়ে জল্পনা রয়েছেই। শোনা যাচ্ছে, মুম্বইতেই নাকি বসবে অনন্ত রাধিকার বিয়ের আসর। অংশ নেবেন বলিউডের তাবড় তাবড় তারকা থেকে শুরু করে ক্রীড়া দুনিয়া ও রাজনীতিক একাধিক হেভিওয়েট নামেরাও। এর আগে শোনা যাচ্ছিল, ভারতে নয়, লন্ডনের মাটিতে বিয়ের আয়োজন হবে অনন্ত রাধিকার। তবে সেই খবর নাকি ভিত্তিহীন। অম্বানিদের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, লন্ডনে নয়, ভারতেই মাটিতেই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকা। 


বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার! অভিনেত্রী তমান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ


রমরমিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিচ্ছে। এরই মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল (Indian Premier League) সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তমান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) ডেকে পাঠাল মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী সংস্থা ভিয়াকম ১৮-র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে। ২৯ এপ্রিল সোমবার, তমান্নাকে জিজ্ঞসাবাদ করা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে। খ্যাতনামা অভিনেত্রীকে আইপিএলের ম্যাচ দেখার জন্য দর্শকদের কাছে বেট প্লে অ্যাপ ব্যবহার প্রোমট করতে দেখা গিয়েছে। এবার এর জেরেই তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) নামও এই গোটা ঘটনায় জড়িয়েছে। তাঁকে এ সপ্তাহের শুরুর দিকেই জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত। এছাড়াও ঘটনায় গায়ক তথা ব়্যাপার বাদশাকেও ডেকে পাঠানো হয়েছিল বলে খবর। 


কল্যাণের প্রচারের 'ব্রাত্য', হাসপাতালে অসুস্থ শ্রীময়ীর পাশে থাকলেন কাঞ্চন


প্রচারের গাড়ি থেকে তাঁকে নামিয়ে দেওয়া, মহিলাদের তাঁকে দেখলে রিয়্যাক্ট করা.... বৃহস্পতিবার বারে বারেই রাজনৈতিক কারণে চর্চার কেন্দ্রে রইলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তবে ব্যক্তিগত জীবনেও বেশ কিছুটা উদ্বিগ্নই রয়েছেন উত্তরপাড়ার বিধায়ক। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। সারা রাত হাসপাতালে থেকে ফের সকাল থেকে প্রচারে নেমে পড়েছিলেন কাঞ্চন। অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ীই। তীব্র গরমে প্রত্যেকেরই প্রাণান্তকর অবস্থা। কিন্তু তারমধ্যেই চলছে ধারাবাহিকের শ্যুটিং। শ্রীময়ীরও একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। গরমে শ্যুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডিহাইড্রেশনের সঙ্গে সঙ্গে প্রেশার ও সুগারের সঠিক মাত্রাও কমে গিয়েছিল। চিকিৎসের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিতে হয়েছে স্যালাইনও।


তাঁর জন্যই মেয়ের কাছে আদর-যত্ন পাচ্ছেন, রূপঙ্করের 'ত্রাতা মধুসূদন' অনির্বাণ!


'সারেগামাপা' রিয়্যালিটি শো-এর যে সঞ্চালক বদল হয়েছে, এই খবর ইতিমধ্যেই সবার জানা। আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) বদলে এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyya)-কে। দীর্ঘদিন পরে ছোটপর্দায় কাজ করছেন অনির্বাণ। একসময়ে 'অপুর সংসার' ধারাবাহিকে একেবারে অন্য ভূমিকায় তাঁকে দেখতেন দর্শক। তবে এবার অভিনয় নয়, দর্শক দেখবেন সঞ্চালক অনির্বাণকে। কিন্তু এই দায়িত্ব নিয়ে তিনি অজান্তেই একটা উপকার করে ফেলেছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)। রূপঙ্কর কন্যা মহুল এখন কিশোরী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই মহুলের প্রসঙ্গেই লিখেছেন রূপঙ্কর। অনির্বাণের সঙ্গে সারেগামাপার শ্যুটিং থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন রূপঙ্কর। ক্যাপশানে লিখেছেন, 'মহুল বড় হয়ে গিয়েছে,সেটাই স্বাভাবিক! মেয়ের থেকে এখন মায়ের ভুমিকাতেই ও সাবলীল। এদিক থেকে ওদিক হলেই ওর শাসনের ভয় থাকে,আমি মোটামুটি আমার ছোটবেলাতেই আবার ফিরে গিয়েছি। গতকাল এই ভদ্রলোকের সঙ্গে একটি শ্যুটিং ছিল। এবং তারপর থেকেই বাড়ি আসা ইস্তক মহুলের যে কি আদর আমাকে কি বলব। কি যে যত্ন করছে কি বলব।ভাই অনির্বাণ, তোমার আরও উন্নতি হোক!! আমার মত বাবাদের কাছে তুমি ত্রাতা মধুসূদন!' (অপরিবর্তিত)


পাড়ার মানুষের সঙ্গে মেশেন অবলীলায়, রাস্তায় শুয়ে পড়েন ক্যামেরা হাতে... কেন এত সাদামাটা জীবন অরিজিতের?


বাংলার মাটি থেকেই শুরু হয়েছিল তাঁর সুর-সফর। সময় পেরিয়েছে, তিনি ছুঁয়ে দেখেছেন সাফল্যও। আর এখন তিনি বলিউডের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী। বলিউড থেকে শুরু করে টলিউড, ছবি যেমনই হোক না কেন, তাঁর গান আলাদা করে জায়গা করে নেয়। কিন্ত সাফল্যে শীর্ষে পৌঁছেও, কেন এত সাদামাটা জীবনযাপন করেন অরিজিৎ সিংহ (Arijit Singh)? ঠিক কী করেন, নতুনদের সঙ্গে মেলামেশার সময় কতটা সাধারণ তিনি? জন্মদিনে জেনে নেওয়া অজানা অরিজিৎ সিংহ। অরিজিৎ সিংহের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন বাংলার অভিনেতা ঋষভ বসু। এবিপি লাইভকে সেই অভিজ্ঞতা নিয়ে ঋষভ বলেছিলেন, 'অরিজিৎ সিংহকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। গোটা শ্যুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ। এমনকি অনেক শট উনি নিজে হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে। '


আরও পড়ুন: Dev on Mithun Chakraborty: 'গদ্দার শব্দে আপত্তি আছে, প্রয়োজন হলে মিঠুনদাকে আমার কিডনি দিয়ে দিতে পারি', অকপট দেব