মুম্বই: মুক্তি পেল পিরিওডিক ড্রামা 'পোনিয়িন সেলভান-১'-এর (Ponniyin Selvan 1)-এ ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)-এ র প্রথম লুক। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সদ্য মুক্তি পেয়েছিল এই ছবি পোস্টার। আর এবার 'নন্দিনী'-র বেশে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক প্রকাশ করা হয়েছে নেটমাধ্যমে। 


গত ৩ জুলাই  'লাইকা প্রোডাকশন'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয় টিজার। ক্যাপশনে লেখা হয়, 'দেখুন। নিজেকে আঁকড়ে ধরুন। উত্তেজনাপূর্ণ অভিযানের জন্য তৈরি হন। চোলেরা আসছে।' পোস্টারেও লেখা দেখা যায়, 'চোলেরা আসছে'। এবং সেই সঙ্গে এক গেরুয়া পতাকা উড়তে দেখা যায়।


এরপর আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে ট্যুইট করে প্রকাশ করা হয়েছে ঐশ্বর্য্য রাই বচ্চনের লুক। ক্যাপশানে লেখা হয়েছে, 'প্রতিহিংসারও একটা সুন্দর মুখ থাকে। দেখা হোক নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।' সেই সঙ্গে প্রযোজনা সংস্থার তরফ থেকে ফের একবার মনে করিয়ে দেওয়া হয়েছে, ৩০ তারিখ  হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিওডিক ড্রামা 'পোনিয়িন সেলভান-১'।


আরও পড়ুন: Kangana Ranaut-Javed Akhtar Case: জাভেদ আখতারের বিরুদ্ধে করা মানহানির মামলায় বয়ান রেকর্ড করলেন কঙ্গনা রানাউত


ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে যখন শাসক পরিবারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ফাটল দেখা দেয়। বিক্রম, জয়ম রবি, কার্তি, ঐশ্বর্যা রাই বচ্চন এবং তৃষার লুক প্রকাশিত হবে ধীরে ধীরে।


'পোনিয়িন সেলভান-১' ছবিতে দ্বিতীয়বার একত্রে দেখা যাবে ঐশ্বর্যা রাই বচ্চন ও দক্ষিণী অভিনেতা বিক্রমকে, ২০১০ সালে 'রাবণ' ছবির পর। মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্যার সঙ্গে চতুর্থ ছবি। এর আগে ১৯৯৭ সালে 'ইরুভর', ২০০৭ সালে 'গুরু', ২০১০ সালে 'রাবণ'-তে কাজ করেছেন তাঁরা একসঙ্গে।


ছবিটির শ্যুটিং শুরু হয় ২০১৯ সালের ডিসেম্বরে। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২০ সালে শ্যুটিং নয় মাসের জন্য বন্ধ রাখতে হয়েছিল।