সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিনেত্রী পূজা ভট্ট। সম্প্রতি এক ট্যুইট বার্তায় তিনি লেখেন, যারা এমনিতে কাছাকাছি পৌঁছাতে পারে না, তারাই সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে, হুমকি দেয়, অবমাননাকর কথাবার্তা বলে।
সম্প্রতি স্ট্যান্ড আপ কমেডিয়ান অগ্রিমা জোশুয়াকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ভদোদরা থেকে গ্রেফতার হন ইউটিউবার শুভম মিশ্র। মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজীর নতুন মূর্তি নির্মাণ নিয়ে অগ্রিমা ঠাট্টা করেন, তাতেই ক্ষিপ্ত হয়ে শুভম কাজটি করেন বলে তাঁর দাবি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে পাকড়াও করে। এই ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন মহেশ কন্যা পূজা।
এই ঘটনা ও প্রায়শই ঘটে চলা সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের পরিপ্রেক্ষিতে, রীতিমতো ঝাঁঝালো ট্যুইট করেন তিনি।
তিনি লেখেন, “সোশ্যাল মিডিয়া না অ্যান্টি সোশ্যাল মিডিয়া?”



পূজা ভট্ট বলেন, কিছু নিম্ন রুচির মানুষ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদেরকেই টার্গেট করে, যাঁদের কাছে তারা সাধারণত পৌঁছাতে পারে না। যাঁরা প্রচলিত ভাবনাচিন্তার বিরুদ্ধে যান, তাঁদেরকেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করে তারা। পাত্তা না দিলে আবার তারা বেশি মরিয়া হয়ে ওঠে।
পূজা আরও লেখেন, কারা আমাদের বাড়িতে ঢুকতে পারবেন, সেটা যেমন আমরা নিজেরাই ঠিক করি, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই বা সেটা হবে না কেন?
সমালোচনা এক জিনিস আর অবমাননা আরেক জিনিস। কোনও কিছুর সঙ্গে একমত না হলেই হুমকি দেওয়া, ভয় দেখানো...এটা বরদাস্ত করা যায় না।