নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভুয়ো মৃত্যুসংবাদ দেওয়ার পর থেকে কটাক্ষের শিকার মডেল অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। সার্ভাইকাল ক্যান্সার (Cervical Cancer) প্রসঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য এই পদ্ধতি বেছে নেন তিনি, জানান পুনম, যা খুব একটা ভালভাবে গ্রহণ করেননি তাঁর সহকর্মী বা ইন্ডাস্ট্রির সিংহভাগ মানুষ, এমনকী নেটিজেনরাও। এমন গুরুতর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে তিনি 'বাড়াবাড়ি' করে ফেলেছেন বলে দাবি অধিকাংশের। এবার একটি বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হল যে ডিজিট্যাল এজেন্সি (digital agency) এই সচেতনতা স্টান্টের নেপথ্যে ছিল, তাদের তরফে। 


'Stunt gone wrong!' বিবৃতি প্রকাশ করে ক্ষমা চাইল ডিজিট্যাল এজেন্সি


পুনম পাণ্ডের এই স্টান্টের নেপথ্যে হাত ছিল যে ডিজিট্যাল এজেন্সি তাদের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে সচেতনতা ছড়ানোর জন্য হটারফ্লাইয়ের সঙ্গে পুনম পাণ্ডের এই উদ্যোগে আমরা জড়িত ছিলাম। শুরুতেই, আমরা অন্তর থেকে ক্ষমা চাইছি - বিশেষ করে তাঁদের কাছে যাঁরা যে কোনও ধরনের ক্যান্সার রোগের সম্মুখীন হওয়া/প্রিয়জনের মুখোমুখি হওয়ার ফলে এর দ্বারা উত্তেজিত হয়েছেন। আমাদের কাজের একটিমাত্র উদ্দেশ্য ছিল - সার্ভাইকাল ক্যান্সারের বিষয়ে সচেতনতা বাড়িয়ে তোলা। ২০২২ সালে ভারতে ১ লক্ষ ২৩ হাজার ৯০৭টি সার্ভাইকাল ক্যান্সারের কেস নথিভুক্ত হয় এবং এর ফলে ৭৭ হাজার ৩৪৮ মৃত্যু। স্তন ক্যান্সারের পর, সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে দ্বিতীয় স্থানে থাকা ম্যালিগন্যান্সি যাতে মধ্যবয়স্ক ভারতীয় মহিলারা আক্রান্ত হন।' 


একইসঙ্গে ওই বিবৃতিতে আরও লেখা হয়, 'তা সত্ত্বেও, আমরা গভীরভাবে ক্ষমাপ্রার্থী তাঁদের কাছে যাঁরা এই উদ্যোগ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা বুঝতে পারছি যে আমাদের পদ্ধতি হয়তো বিতর্কের সৃষ্টি করেছে। যদিও আমরা যে কোনও অসুবিধার জন্য দুঃখিত, যদি এই পদক্ষেপের ফলে প্রয়োজনীয় সচেতনতা ছড়িয়ে পড়ে এবং মৃত্যু রোধ হয়, তবে সেটিই হবে প্রকৃত প্রভাব। আমরা স্পষ্ট করতে চাই যে এটি একটি বিনামূল্যে করা কাজ এবং বাণিজ্যিকভাবে কোনও ক্লায়েন্টের সঙ্গে লেনদেন হয়নি।'


 






আরও পড়ুন: 'Sohag Chand': ফের বিয়ের পিঁড়িতে চাঁদ? অন্যদিকে রেসলিং ম্যাচে ব্যস্ত সোহাগ, কী হবে তারপর?


প্রসঙ্গত, গত শুক্রবার, পুনম পাণ্ডের সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুসংবাদ দিয়ে একটি পোস্ট করা হয়। কারণ হিসেবে বলা হয় সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তবে শনিবার, মডেল অভিনেত্রী নিজেই ভিডিও পোস্ট করে খোলসা করেন যে তিনি জীবিত এবং সার্ভাইকাল ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেন তিনি। তবে এরপর প্রবল কটাক্ষের মুখে পড়েন তিনি। সেইদিনই রাতে নিজেও একটি ভিডিও পোস্ট করেন পুনম, যেখানে তিনি তাঁর উদ্দেশ্যের কথা ফের খোলসা করেন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (All India Cine Workers Association)-এর তরফে মডেল-অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়ে একটি বিবৃতি পেশ করা হয়। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।