বোল্ড ছবি পোস্ট করে ফ্যানদের কাছে এই প্রশ্ন করলেন পুনম পান্ডে..
২০১২-তে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে জেতার পর টপলেস হয়েছিলেন পুনম।
২০১১-তে ভারতীয় দল বিশ্বকাপ জিতলে টপলেস হবেন বলে জানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন পুনম।
২০১৩-তে নশা সিনেমায় শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন পুনম। ২০১১-তে ২৯ ক্যালেন্ডারের জন্য ফটোশ্যুট করেছিলেন।
গত বছরের শেষদিকে নিজের ফ্যানদের জন্য টপলেস ফটোশ্যুট করেছিলেন পুনম।
ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১০ লক্ষ।
এ ধরনের ছবি পোস্ট করে ফ্যানদের প্রায়ই মনোরঞ্জনের চেষ্টা করেন পুনম।
অন্য একটি ছবি পোস্ট করে তিনি দাবি করেছেন, 'এক ভালো মেয়ের ভেতরে অবশ্যেই একজন ব্যাড গার্ল থাকে'।
এই ছবিগুলি ইন্সটাগ্রামে পোস্ট করে ফ্যানদের কাছে তাঁর প্রশ্ন-'এই সব ছবি দেখে আপনারা কী করবেন?'
খোলামেলা ছবি, ভিডিও বা মন্তব্যের জন্য চর্চার বিষয় হয়ে থাকেন পুনম পান্ডে। এবার ফের চমক দিলেন তিনি।