তাঁর আগামী সিনেমার নাম বলতে পারলেই 'উপহার' ঘোষণা পুনম পান্ডের
একটি ছবিতে পুনম তাঁর ফটোশ্যুটের ঝলক দেখিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইন্সটাগ্রামে তাঁকে কখনও গান গাইতে দেখা যায়, কখনও আবার অনুরাগীদের প্রশ্নের লাইভ জবাব দেন তিনি।
আগের মতোই পুনম তাঁর কয়েকটি বিকিনি ছবি পোস্ট করেছেন।
পুনমের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে নশা ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
এখনও পর্যন্ত ছবির মাধ্যমে তিনটি বর্ণ RAM-এর সঙ্গেত পুনম শেয়ার করেছেন।
যে ইউজার সিনেমার নাম বলতে পারবেন, তাঁর সঙ্গে বসে নিজের আগামী সিনেমা দেখবেন পুনম।
এই ছবিগুলির মাধ্যমে নিজের অনুরাগীদের তাঁর আগামী সিনেমার নাম বলতে বলেছেন পুনম।
কিছুদিন আগেই পুনম তাঁর আগামী ছবির ইঙ্গিত গিয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন।
এবার শুধু হট ছবিই নিজের ইন্সটাগ্রাম পেজে পোস্ট করেননি তিনি। একইসঙ্গে নিজের অনুরাগীদের জন্য একটা উপহার দেওয়ার কথাও ভেবেছেন তিনি।
প্রায়শই বিতর্কের কেন্দ্রেই থাকেন পুনম পান্ডে। আরও একবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -