ডেনিম শার্টে বাড়ির বাইরে পুনম পান্ডে, অনুরাগীদের প্রশ্ন, 'প্যান্ট কোথায়?'
এরপর বেশ কিছু ফ্যাশন ম্যাগাজিন ও ক্যালেন্ডারের জন্য ফটোশ্যুটও করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২-তে কিংফিসার ক্যালেন্ডারে জায়গা করে নিয়েছিলেন।
সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় হট ড্রেসের টিপস দিয়ে কয়েকটি ভিডিও পোস্ট করেছেন।
পুনম সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও ভিডিও-র জন্য পরিচিত। তাই তাঁর এ ধরনের লুক আদৌ চমকে দেওয়ার মতো নয়।
পুনমের অনুরাগীদের একাংশ এটিকে একটি ফ্যাশন স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন। পুনম বর্তমানে শক্তি কপূরের সঙ্গে দ্য জার্নি অফ কর্মা নামে একটি সিনেমায় কাজ করছেন।
অনুরাগীদের একাংশ তাঁর ওই লুকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ এর সমালোচনাও করেছেন। কারুর কারুর মন্তব্য, পুনম প্যান্ট পরতে ভুলে গিয়েছেন।
ওই অবস্থায় পুনমকে দেখে পথচারীরা বেশ কৌতুহলি হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই লুক বেশ ভাইরাল হয়েছে।
আসলে সম্প্রতি পুনমকে বাড়ির বাইরে স্রেফ ডেনিম শার্ট পরে দেখা গিয়েছে। সঙ্গে হাই হিল স্যান্ডেল এবং গগলস।
সিনেমা তারকাদের অনেক সময়ই মুম্বইয়ে প্রকাশ্যে ঘুরতে দেখা যায়। এমনিতে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি সামনে আসে। তখন অনুরাগীরা তাঁদের লুক ও ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেন। কখনও কখনও তাদের স্টাইল অনুরাগীরা অনুকরণও করেন। আবার কখনও কখনও ফ্যাশন সেন্স নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয় তাঁদের। এবার অভিনেত্রী তথা মডেল পুনম পান্ডে তাঁর লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -