বলিউড থিম পার্টি: ৯০ এর দশকের নায়ক-নায়িকার সাজে তারকারা
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র মেহেন্দী লাগাকে রাখনা গানের আদলে পোশাক পরেছেন দুজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেহা ধুপিয়া আর অঙ্গদ বেদী। এই দুজন সেজেছেন দুলহানিয়া লে জায়েঙ্গে’-র রাজ-সিমরণের আদলে।
যে ছবি শাহরুখের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল তা ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’রাজ-সিমরণের চরিত্রে শাহরুখ কাজলের জুটি মন কেড়েছিল সবার। সেই আদলে সেজেছেন স্বামী-স্ত্রী।
কর্ণ জোহর ও মনীষ মলহোত্রের সঙ্গে জাহ্নবী।
৯০ দশকের অন্যতম সফল নায়িকা শ্রীদেবী। ‘চাঁদনী’ ছবিতে সুপারহিট হয়েছিল হলুদ শাড়ি পরা শ্রীদেবীর লুক। তারই অনুকরনে হলুদ শাড়িতে সেজেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
এই ছবিতে ফটোবম্ব খোদ ছবির আসল অভিনেতা শাহরুখ। পত্নী আর প্রিয় বন্ধুকে নিজের ছবির চরিত্রের সাজে দেখে মাথায় হাত অভিনেতার।
শাহরুখ ওরফে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর রাহুলের ধাঁচে সেজেছেন পরিচালক কর্ণ জোহর। অপর পরিচয়ে শাহরুখের অন্যতম ভালো বন্ধুও বটে। আর রানি ওরফে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর টিনা সেজেছেন শাহরুখেরই সহধর্মিনী গৌরী খান। অঞ্জলি সেজেছেন পুতলু।
শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। বলিউডে ৯০-এর দশকে অন্যতম সফল ছবি ছিল এটি। তামাম দর্শককুল মুগ্ধ হয়েছিল রানি-শাহরুখ-কাজলের ত্রিকোন প্রেমের কেমিষ্ট্রিতে। সেই ছবিতে শাহরুখ-রানিদের আদলে সাজলেন এবার অন্য কেউ।
বলিউড তারকাদের নিয়ে বলিউডের থিম পার্টি। তারকাদের সাজতে হবে পুরনো বলিউড নায়ক-নায়িকাদের ধাঁচে। আর সেই পার্টিতেই মেতে উঠলেন বলিউডের অভিনেতা অভিনেত্রী থেকে তারকারা। দেখে নিন সেই পার্টির কিছু মজার ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -