মুম্বই: নয়ের দশকের স্কুল পড়ুয়াদের কাছে অত্যন্ত আকর্ষণের ধারাবাহিক ছিল 'শক্তিমান' (Shaktimaan)। রবিবার হলেই টিভির সামনে থেকে ছোটদের সরানো দায় হত। 'শক্তিমান' রূপে ধারাবাহিকের পর্দায় হাজির হতেন অভিনেতা মুকেশ খন্না (Mukesh Khanna)। জনপ্রিয় এই অভিনেতার নাম ঘরে ঘরে শোনা যেত এই ধারাবাহিকের ফলে। 'শক্তিমান' ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল বিপুল পরিমাণে। ছোট থেকে বড় সকলের প্রিয় ছিল এই ধারাবাহিক। এবার সেই 'শক্তিমান'ই আসতে চলেছে বড় পর্দায়। 


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বড় ঘোষণা করলেন। একটি ভিডিও পোস্ট করে তরণ আদর্শ লিখেছেন, 'বড় ঘোষণা। সোনি পিকচার্স নিয়ে আসতে চলেছে অত্যন্ত জনপ্রিয় 'শক্তিমান'কে বড় পর্দায়। এবার শক্তিমান তৈরি হবে সিনেমা হলে দেখার জন্য। নাম ভূমিকায় থাকবেন দেশের বড় সুপারস্টার।' তরণ আদর্শের পাশাপাশি সোনি পিকচার্সের পক্ষ থেকেও এই ছবির কথা ঘোষণা করা হয়েছে। 



এর আগে শোনা গিয়েছিল, ২০২০-তে মুকেশ খন্না জনপ্রিয় ধারাবাহিক 'শক্তিমান' নিয়ে বড় পর্দায় আসতে চলেছেন। পরবর্তীকালে শোনা যায়, ছবিটি ট্রিলজি হবে এবং ২০২১-এর দ্বিতীয়ভাগ থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। কিন্তু করোনা পরিস্থিতি সে সময় অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়া শুরু হওয়ায় আর কোনও খবর পাওয়া যায়নি। তরণ আদর্শের ঘোষণা উচ্ছ্বসিত অনুরাগীরা। নয়ের দশকে যাঁরা এই ধারাবহিক নিয়মিত দেখতেন, তাঁদের মধ্যে এই খবর উত্তেজনা তৈরি করেছে। যদিও কবে থেকে শ্যুটিং শুরু হবে কিংবা কবে এই ছবি মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


আরও পড়ুন - Allu Arjun Transformation: কীভাবে 'পুষ্পা রাজ' হয়ে উঠলেন আল্লু অর্জুন? রইল ভিডিও


দুষ্টের দমন শিষ্টের পালন। এই ছিল 'শক্তিমান'-এর কাজ। ছোট পর্দায় ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল জনপ্রিয় এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করতেন মুকেশ খন্না। যাঁকে আবার এই ধারাবাহিকে গঙ্গাধর শাস্ত্রীর চরিত্রেও দেখা যেত। অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেত বৈষ্ণবী, সুরেন্দ্র পাল, টম অল্টার প্রমূখ অভিনেতাকে।