মুম্বই: করোনা ভাইরাসের দাপটে অনেকেই কাজ হারিয়েছেন। সিরিয়াল-সিনেমার শুটিংও দীর্ঘদিন বন্ধ ছিল। তার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষই।


এখন কাজ শুরু হলেও অনেকেই পাওনা পাননি বলে জানা গেছে। 'হামারি বহু সিল্ক' সিরিয়ালের অভিনেতারা এখনও প্রাপ্য টাকার জন্য লড়ছেন বলে খবর।

হিন্দি সিরিয়ালের অতি পরিচিত মুখ বন্দনা ভিথলানিও এই লকডাউনের জেরে ভুগছেন আর্থিক কষ্টে। ওই সিরিয়ালের জাঙ্কি জোশীর চরিত্রে অভিনয় করছিলেন তিনি। আগের কাজের পারিশ্রমিক এখনও পাননি, তার উপরে এখন হাতে কাজ নেই। এই পরিস্থিতিতে অর্থকষ্টে ভুগছেন তিনি। এখন উপায়ান্তর না দেখে নিজে হাতে রাখী তৈরি করে বিক্রি করছিলেন তিনি। ছোট কাজ হলেও, এতে কিছু রোজগার তো হচ্ছে! জানালেন বন্দনা।

এর আগে 'সাথ নিভানা সাথিয়া' সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
বন্দনার দাবি, এখনও বহু মাসের পারিশ্রমিক বাকি রেখেছে প্রযোজনা সংস্থা। বকেয়া লক্ষাধিক টাকা। জমা টাকার উপর নির্ভর করে চলছিল বহুদিন। এরপর আর কীভাবে চলবে!
তাঁর স্বামী থিয়েটার শিল্পী। লকডাউনের জেরে বন্ধ তাঁর কাজও। সংসারের হাল ধরতে এ-ছাড়া উপায় ছিল না তাঁর, বললেন অভিনেত্রী।