২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'। অভিনেতার মৃত্যু নিয়ে এখনও বিতর্কের রেশ একটুও ফিকে হয়নি। বরং প্রতিদিনই নতুন রং নিচ্ছে বলিউডে স্বজনপোষণ-অভিযোগ।


অভিনেতার মৃত্যুর পর থেকে অনেকেই অভিযোগ করছেন, সুশান্তের সঙ্গে অন্যায় করেছে বলিউডে এক গোষ্ঠী। কিন্তু এই সময় নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, অতীতে যখন 'দিল বেচারা'র শুটিংয়ের সময় অভিনেত্রী সঞ্জনা সাঙ্ঘির সঙ্গে আপত্তিকর ব্যবহার করার অভিযোগ ওঠে সুশান্তের বিরুদ্ধে, তখন প্রতিবাদ করেননি কেন!


সেই সময় সুশান্তের বিরুদ্ধে এমন অভিযোগও শোনা যায় যে, ছবির সেটে অভিনেত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।

সামনেই মুক্তি 'দিল বেচারা'-র। তাই একটুও সময় নষ্ট না করে সঞ্জনা মুখ খুললেন বিষয়টি নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মুকেশ ছাবরার পরিচালনায় তখন তাঁরা রোজ শ্যুটিং করছেন। সেই সময়ই এইসব খবর প্রকাশিত হয়। কিন্তু আমিও জানতাম, সুশান্ত আমাকে কী বোঝাতে চায়, আমার ব্যাপারটাও সে বুঝত। সেটাই যথেষ্ট। তাই এই ধরনের লেখাকে পাত্তা দিইনি। যাঁরা লিখেছেন, তাঁদের প্রতি কোনও শ্রদ্ধা নেই। যাঁরা আবার সেটা বিশ্বাসও করেছেন. তাঁদের উপরও কোনও শ্রদ্ধা নেই।


তাঁর মতে, পুরো ব্যাপারটিই সাজানো। একটা কথাও সত্যি নয়। যদিও এই ধরনের রিপোর্ট তাঁদের সম্পর্কে কখনও নেতিবাচক প্রভাব ফেলেনি। কারণ, আমরা সত্যিটা জানতাম। 'বলুন তো, কেমন লাগে, দুটো মানুষ যারা একে অপরকে পছন্দ করে, তাদের সম্পর্কে এইরকম রটনা হলে?'


সুশান্ত নিরুপায় হয়ে তাঁর পরামর্শ নিয়ে দুজনের কথোপকথনের স্ক্রিনশটও প্রকাশ করেন।

সঞ্জনার দাবি, এরপর নিজেই পদক্ষেপ করেন সঞ্জনা। সকলকে সত্যিটা জানান।
'কেন বলুন তো লোকজন মানতে চায় না, আমরা একসঙ্গে সুন্দর ভাবে কাজ করছিলাম একটা ভাল ছবি করার জন্য! কী অদ্ভূত সমাজে আমরা থাকি।'


আজ সুশান্ত নেই। তবুও কিছু পুরনো অভিযোগ, বিতর্ক থেকেই যায় খবরের কাগজের পাতায়, ডিজিট্যাল মিডিয়ার আর্কাইভে। কিন্তু সহ অভিনেত্রীর বক্তব্যে হয়ত সেই কালো কিছুটা কাটবে।