করোনায় কাজ নেই, চরম অর্থসঙ্কটে রাখি বানিয়ে বিক্রি করছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2020 06:33 PM (IST)
করোনাভাইরাস অতিমারীতে হিন্দি সিরিয়াল পাড়ার অবস্থা ভালো নয়। আর্থিক সমস্য়ায় পড়েছেন বহু অভিনেতা ও কলাকুশলী। সাম্প্রতিক উদাহরণ, জনপ্রিয় সিরিয়াল 'হামারি বহু সিল্ক'-এর জানকী জোশীর চরিত্রে অভিনয় করা বন্দনা বিথলানি।
NEXT
PREV
মুম্বই: করোনাভাইরাস অতিমারীতে হিন্দি সিরিয়াল পাড়ার অবস্থা ভালো নয়। আর্থিক সমস্য়ায় পড়েছেন বহু অভিনেতা ও কলাকুশলী। সাম্প্রতিক উদাহরণ, জনপ্রিয় সিরিয়াল 'হামারি বহু সিল্ক'-এর জানকী জোশীর চরিত্রে অভিনয় করা বন্দনা বিথলানি। পেট চালানোর জন্য আপাতত অনলাইনে রাখি বিক্রি করছেন তিনি। বন্দনা জানান, অনেক টাকা ধার হয়ে গিয়েছে বাজারে। সেসব মেটানো, পেট চালানোর জন্য অন্য কিছু একটা করতে তিনি বাধ্য হয়েছেন।
বন্দনা বলেছেন, 'শ্যুটিংয়ের কাজ করেছি ২০১৯ র মে মাস থেকে অক্টোবর পর্যন্ত। তবে টাকা পেয়েছি শুধু মে মাসেরই। প্রায় এক বছরেরও বেশি কেটে গিয়েছে, কিন্তু কোনও টাকা হাতে পাইনি। এর মধ্যে সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে। ২০১৯-এর নভেম্বরে ‘মুসকান’ সিরিয়ালে অভিনয়ের অফার আসে। কিন্তু ওটা মাস দুয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায়। ওখান থেকে কিছু টাকা পেয়েছিলাম।তবে তা দিয়ে আর কদ্দিন চলবে? তাই অগত্যা এখন হাতে রাখি বানিয়ে অনলাইনে বিক্রি করছি। কিছু একটা তো করতেই হবে উপার্জনের জন্য।'
অভিনেত্রী বলেছেন, 'আমার স্বামী বিপুল একজন নাট্য অভিনেতা। কিন্তু করোনায় তো সব বন্ধ। জানুয়ারিতে আমি অডিশন দিয়ে একটা কাজ পেয়েছিলাম, কিন্তু এখন সবই বন্ধ। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার উপর ছেলে-মেয়েদের স্কুল-কলেজের মাইনে দিতে হচ্ছে। সময় ঠিক হওয়ার জন্য, নতুন কোনও কাজ আসার জন্য অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।'
মুম্বই: করোনাভাইরাস অতিমারীতে হিন্দি সিরিয়াল পাড়ার অবস্থা ভালো নয়। আর্থিক সমস্য়ায় পড়েছেন বহু অভিনেতা ও কলাকুশলী। সাম্প্রতিক উদাহরণ, জনপ্রিয় সিরিয়াল 'হামারি বহু সিল্ক'-এর জানকী জোশীর চরিত্রে অভিনয় করা বন্দনা বিথলানি। পেট চালানোর জন্য আপাতত অনলাইনে রাখি বিক্রি করছেন তিনি। বন্দনা জানান, অনেক টাকা ধার হয়ে গিয়েছে বাজারে। সেসব মেটানো, পেট চালানোর জন্য অন্য কিছু একটা করতে তিনি বাধ্য হয়েছেন।
বন্দনা বলেছেন, 'শ্যুটিংয়ের কাজ করেছি ২০১৯ র মে মাস থেকে অক্টোবর পর্যন্ত। তবে টাকা পেয়েছি শুধু মে মাসেরই। প্রায় এক বছরেরও বেশি কেটে গিয়েছে, কিন্তু কোনও টাকা হাতে পাইনি। এর মধ্যে সব জমানো টাকা শেষ হয়ে গিয়েছে। ২০১৯-এর নভেম্বরে ‘মুসকান’ সিরিয়ালে অভিনয়ের অফার আসে। কিন্তু ওটা মাস দুয়েকের মধ্যেই বন্ধ হয়ে যায়। ওখান থেকে কিছু টাকা পেয়েছিলাম।তবে তা দিয়ে আর কদ্দিন চলবে? তাই অগত্যা এখন হাতে রাখি বানিয়ে অনলাইনে বিক্রি করছি। কিছু একটা তো করতেই হবে উপার্জনের জন্য।'
অভিনেত্রী বলেছেন, 'আমার স্বামী বিপুল একজন নাট্য অভিনেতা। কিন্তু করোনায় তো সব বন্ধ। জানুয়ারিতে আমি অডিশন দিয়ে একটা কাজ পেয়েছিলাম, কিন্তু এখন সবই বন্ধ। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার উপর ছেলে-মেয়েদের স্কুল-কলেজের মাইনে দিতে হচ্ছে। সময় ঠিক হওয়ার জন্য, নতুন কোনও কাজ আসার জন্য অপেক্ষা করা ছাড়া তো উপায় নেই।'
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -