সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর, রাজ্যের অনুরোধে সম্মতি মন্ত্রকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2020 03:58 PM (IST)
রাজ্যে সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা। রাজ্যের অনুরোধে সম্মতি দিয়ে সিদ্ধান্ত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। বিমানবন্দর কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাল মন্ত্রক।
কলকাতা: রাজ্যে সাপ্তাহিক লকডাউনে বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দরে বিমান ওঠা-নামা। রাজ্যের অনুরোধে সম্মতি দিয়ে সিদ্ধান্ত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের। বিমানবন্দর কর্তৃপক্ষকে সিদ্ধান্ত জানাল মন্ত্রক। করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে রাজ্যে সপ্তাহে দুদিন করে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। চলতি সপ্তাহে গতকাল ছিল লকডাউন। গতকালের লকডাউনে রাজ্যের সর্বত্রই পথঘাট ছিল সুনসান। জরুরি পরিষেবা ছাড়া প্রায় সবই ছিল বন্ধ। যে দু’চার জন বাইরে বেরিয়েছিলেন, তাঁদের বারবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। জবাবে সন্তুষ্ট না-হলে কোথাও পুলিশ গ্রেফতার করেছে, কোথাও আটক।