কলকাতা: প্রকাশ্যে এল 'পরিচয় গুপ্ত' (Porichoy Gupta) ছবির চরিত্রদের প্রথম লুক (First Look)। বেশ নজরকাড়া সেই সমস্ত লুকেই রইল চমক। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে (Ritwik Chakraborty)। সেই সঙ্গে রয়েছেন আরও একঝাঁক তারকা।


'পরিচয় গুপ্ত' ছবির চরিত্রদের প্রথম লুক


'পরিচয় গুপ্ত' সিনেমার চরিত্রদের প্রথম লুক মুক্তি পেল দর্শকদের জন্য। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সেই সঙ্গে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta), জয় সেনগুপ্ত (Joy Sengupta), অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক রণ রাজ। ছবিটি তৈরি হয়েছে ১৯৫০ সালের প্রেক্ষাপটে। সেই সময়ে এক ঘটনায় এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কেলজিস্টের গল্প ফুটে উঠবে ছবিতে। 'পরিচয় গুপ্ত' ছবিতে এক অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ছবিতে জয় সেনগুপ্তকে অর্ধনারী রূপে দেখা যাবে তা ফার্স্ট লুকেই স্পষ্ট। 






ছবির নামেও চমক


ছবির নাম 'পরিচয় গুপ্ত'। নামেই চমক। রূপক হিসাবে ব্যবহৃত এই নাম। 'পরিচয় গুপ্ত' নাম থেকে পরিষ্কার কোথাও একটা গিয়ে চরিত্রদের পরিচয় গুপ্ত অর্থাৎ গোপন করার কথা বলা হচ্ছে। অন্যদিকে এটা একজন মানুষের নামও হতে পারে।


পরিচালক রণ রাজের কথায়, 'পরিচয় গুপ্ত, নামটা থেকেই বোঝা যাচ্ছে কোনও কিছুর গোপন পরিচয় বা আইডেন্টিটি। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেন্টিটি লুকিয়ে থাকে। হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে তাঁরা নিজেরা আটকে রাখেন।'


আরও পড়ুন: Trina Saha: বলিউডে পা রাখছেন? 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' তারকার সঙ্গে নাচে মগ্ন তৃণা


'পরিচয় গুপ্ত' ছবিতে দেখা যাবে থ্রিলারের ছোঁয়া। যার প্রতিটি পরতে রয়েছে ট্যুইস্ট। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী। ছবিটি মুক্তি পাবে পূর্ণাঞ্জলী মিডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যানারে।


ছবি সংক্রান্ত আরও একটি নজরকাড়া তথ্য হল ছবিতে গান গাইছেন অরিজিৎ সিংহ। গায়কের সঙ্গে শেষ পর্যায়ের কথাবার্তা সমস্ত সারা হয়ে গেছে। এবার কেবল গান রেকর্ডিংয়ের অপেক্ষা। ইতিমধ্যে ছবির অনেকটা অংশের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে আউটডোরে।