কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা লাইভ.. বিস্ফোরক অভিযোগ জুনিয়র সহশিল্পীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া তোলপাড় সঙ্গীতশিল্পীর জোজো (Jojo)-র অভিযোগ নিয়ে। গতকাল একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন জোজো, তার আগেই অনুষ্ঠান করার কথা ছিল পৌষালী বন্দ্যোপাধ্যায়েরও (Pousali Banerjee)। কিন্তু সমস্যা হয়, সাউন্ড চেক নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে জোজো জানান, যে কোনও শো-এর নিয়ম হল, যাঁরা আগে পারফর্ম করেন, তাঁরা পরে সাউন্ড চেক করেন আর যাঁরা পরে পারফর্ম করেন, তাঁরা আগে সাউন্ড চেক করেন। সেই মতো, জোজোর টিম আগে সাউন্ড চেক করেন এবং পৌষালীর টিম পরে। তবে সমস্যা হয়, বাদ্যযন্ত্র সরানো নিয়ে। জোজোর অভিযোগ, সাউন্ড চেক করার পরে তাঁর টিম খাওয়া দাওয়া করতে গিয়েছিল। সেই সময়ে পৌষালীর টিম এসে জোজোর টিমের বাদ্যযন্ত্র সরিয়ে দেয়। আর এই ঘটনাতেই যথেষ্ট অপমানিত হয়েছেন জোজো। সঙ্গীতশিল্পীর অভিযোগ, দলের কাউকে না জিজ্ঞাসা করে, এইভাবে বাদ্যযন্ত্র সরিয়ে দেওয়াটা একজন শিল্পীর অপমান। এই বিষয়ে, সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লাইভ করে ক্ষোভ উগরে দেন জোজো। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন পৌষালী ও।
সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে পৌষালী বক্তব্য, জোজো (দিদি) হয়তো গোটা বিষয়টা না জেনেই সোশ্যাল মিডিয়ায় রাগের মাথায় লাইভটি করেছেন। গোটা ঘটনাটা জোজোর জানা উচিত বলেই পৌষালী এই লাইভটি করেছেন বলে তিনি জানিয়েছেন। গোটা বিষয়টি বলতে গিয়ে পৌষালী জানিয়েছেন, সাউন্ড চেক করতে অনেকটা সময় লাগে। জোজোর টিমের সাউন্ড চেক ইনের জন্য আসার কথা ছিল দুপুর সাড়ে ৩টের সময়। দুপুর ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত সাউন্ড চেকের সময় ছিল তাঁদের। কিন্তু জোজোর টিম এসে পৌঁছয় সাড়ে ৪টের সময়, অর্থাৎ ১ ঘণ্টা দেরিতে। তারপরে সাউন্ড চেক করে জোজোর টিম। পৌষালীর দাবি, তাঁদের টিমের তরফ থেকে কোনও তাড়াহুড়ো দেওয়া হয়নি। জোজোর টিমের সাউন্ড চেক হয়ে যাওয়ার পরে, পৌষালীরা যখন মঞ্চ পান, তখন অনুষ্ঠানের সময় ঘনিয়ে এসেছে।
পৌষালী জানিয়েছেন, সাউন্ড চেক করতে গিয়ে দেখা যায়, মঞ্চে অনেকটা জায়গা জুড়ে রয়েছে জোজোর দলের বাদ্যযন্ত্র। পৌষালীর দল সেই সময়ে অনুরোধ করেন, যদি বাদ্যযন্ত্রগুলি একটু হলেও সরিয়ে নেওয়া যায়। কিছুটা জায়গা হলেই পৌষালীর টিম সাউন্ড চেক করে নিতে পারবে। কিন্তু জোজোর টিমের তরফ থেকে জানানো হয়, কোনও বাদ্যযন্ত্র সরানো হবে না। সেই সময়ে কথা কাটাকাটি হয় দুটি দলের মধ্যে। এরপরে, জোজোর দলের কাউকে না পেয়ে, নিজেরাই ড্রাম কিছুটা সরিয়ে নেয় পৌষালীর টিম। পৌষালী জানিয়েছেন, মাত্র ২ ফুট সরানো হয়েছিল ড্রাম, সেটাও আয়োজকদের ডেকে। এরপরে, জোজোর এক মিউজিসিয়ানের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ করেছেন পৌষালী। বরং তিনি বলেছেন, তাঁর ছেলেরা সবসময় সময়ের আগেই পৌঁছান, খারাপ ব্যবহার কখনও কারোও সঙ্গে করেন না।
পৌষালীর অভিযোগ, তিনি জোজোকে ভয়েজ মেসেজ করেছিলেন, কিন্তু কোনও উত্তর পাননি। জোজোর যদি এত খারাপ লেগে থাকত, তাহলে পৌষালীকে তিনি ফোন করে গোটাটা জানাতে পারতেন। কিন্তু তিনি তা না করে, সোশ্যাল মিডিয়ায় গোটা বিষয়টা তুলে ধরলেন। সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়াতেই উত্তরটা দিতে বাধ্য হলেন।