মুম্বই: গ্রাফিক্স নিয়ে ট্রোলিং, কটাক্ষ.. নতুন ছবিকে ফের মেরামত করতে গিয়েই কি পিছিয়ে গেল ছবির মুক্তি? সোশ্যাল মিডিয়ায় আজ প্রকাশ করা হয় 'আদিপুরুষ' -এর নতুন মুক্তির দিন। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মুক্তি ১৬ জুন মুক্তি পাবে ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas) অভিনীত 'আদিপুরুষ' ছবিটি।                                                                                                         


আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন ছবির কলাকুশলীরা। সেখানে লেখা রয়েছে, 'আদিপুরুষ' কেবল একটি ছবি নয়, এটি ভগবান রামের জন্য নিবেদিত ও আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এমন একটা ছবি তৈরি করতে চাই যেটা নিয়ে ভারতের সবাই গর্ববোধ করবে। আপনাদের সমর্থন আর ভালবাসাই আমাদের এগিয়ে যাওয়ার পথের পাথেয়।'                   


এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন কৃতি শ্যানন (Kriti Shanon)। এছাড়াও ছবিতে নেতিবাচক মুখ্য ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। এই ছবির ডাবিং-এর কাজও প্রায় সারা হয়ে গিয়েছিল। সামনেই ছিল ছবি মুক্তির দিনয তবে ঠিক কী কারণে এই ছবি মুক্তির দিন পিছিয়ে গেল তা এখনও জানা যায়নি।                                                                                       


সম্প্রতি এই ছবির গ্রাফিক্সের কাজ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। বিবাদে জড়িয়েছিলেন খোদ প্রভাসও। ছবির কাজ আরও যত্নশীল করে করার জন্যই কি আরও কিছুটা সময় চেয়ে নিলেন প্রযোজক-পরিচালক? এখনও সেই উত্তর কিন্তু অজানাই।


আরও পড়ুন: Aparajita Auddy: 'টাইপকাস্ট হওয়ায় বিশ্বাসী নই, আমার প্রতিযোগিতা নিজের সঙ্গে'