কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রভাত রায় (Prabhat Roy)। দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ডায়ালিসিস চলছে তাঁর। এর আগেও একাধিকবার অসুস্থ হয়েছিলেন প্রভাত রায়, সুস্থ হয়ে বাড়ি ও ফিরে এসেছেন। ফের কাজ শুরু করেছেন। তবে এবার বেশ দিন কয়েকের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অস্ত্রোপচারও হয়েছে তাঁর, তবে চিন্তা বাড়াচ্ছে তাঁর সংক্রমণ। সোশ্যাল মিডিয়ায় বাবার শরীরের খবর শেয়ার করে নিয়েছেন মেয়ে একতা ভট্টাচার্য।
সোশ্যাল মিডিয়ায় এর আগেই একতা জানিয়েছিলেন, পামক্যাথে ফের নতুন সংক্রমণ হয়েছে প্রভাত রায়ের। কয়েকদিন আগেই হায়দরাবাদে গিয়েছিলেন একতা। সেখান থেকেই তিনি খবর তাঁর বাবার অসুস্থতার। তড়িঘড়ি তিনি ফিরে এসেছেন সেখান থেকে। একতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্রভাত রায়ের জ্ঞান রয়েছে। তিনি বারে বারে বাড়ি যেতে চাইছেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়েছেন বর্ষীয়ান পরিচালককে আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল একটা নতুন রিপোর্ট আসার কথা, সেটা এলে তবেই চিকিৎসকেরা রক্তে সংক্রমণের পরিবার বুঝতে পারবেন।
গত ৭ মে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্তারিত পোস্ট লিখে একতা জানিয়েছিলেন, তিনি তাঁর বাবি, প্রভাত রায়ের কাছেই ছিলেন। কিন্তু কর্মসূত্রে তাঁর স্বামী থাকেন হায়দরাবাদে। প্রভাত রায়ই জোর করে করে একতাকে পাঠিয়েছিলেন হায়দরাবাদে। তাড়াতাড়ি বেরিয়ে পড়তে বলেছিলেন যাতে ফ্লাইট মিস না হয়ে যায়। তবে একতা আশঙ্কা করেছিলেন, তাঁর বাবির শরীর খারাপ হতে পারে। এরপরে ভিডিও কলে তিনি প্রভাত রায়কে দেখে বুঝতে পারেন তিনি অসুস্থ। এরপরেই তিনি প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ করেন আর প্রভাত রায়কে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। একতার কথায়, হাসপাতালে ভর্তি করতে আর ১৫-২০ মিনিট দেরি হলেই প্রভাত রায়ের বড় বিপদ ঘটতে পারত। একতা আরও জানিয়েছেন, এই বছরে এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হলেন প্রভাত রায়।
প্রসঙ্গত, একতা আপাতত কাজের মধ্যে রয়েছেন। সদ্য মুক্তি পেয়েছে একেন বাবু-র নতুন সিনেমা। সেই ছবির সঙ্গেও যুক্ত একতা। এছাড়াও একাধিক ছবির প্রচ্ছদের কাজ করার কথা একতার। তবে এখন প্রভাত রায়ের শরীরই মূল চিন্তার কারণ একতার। সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে প্রভাত রায়ের শরীরের খবর জানাচ্ছেন একতা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একতা প্রভাত রায়ের সঙ্গে মিলে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির ঘোষণা করেছিলেন। সেই ছবির কাজ এখনও শুরু হতে বেশ কিছুটা দেরি আছে। একতার মতো অনুরাগীদেরও আশা, এর মধ্যেই প্রভাত রায় সুস্থ হয়ে ফের কাজে যোগ দেবেন।