কলকাতা: পায়ে পায়ে বিয়ের ১ বছর পার। তাঁদের সম্পর্কের ১ বছর পার। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি ছবি পোস্ট করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পাল (Prashmita Pal)। গত বছর এই দিনেই সঙ্গীতিশিল্পী অনুপম রায়ের (Anupam Roy) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। তাঁদের প্রেমের কথা জানতেন না প্রায় কেউই। নিজেদের সম্পর্কের কথা গোপনই রেখেছিলেন প্রশ্মিতা ও অনুপম দুজনেই। দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার পরে, নিজের সম্পর্ক আর প্রকাশ্যে আনতে চাননি অনুপম। কিছুটা ট্রোলিংয়ের ভরে, কিছুটা আবার একেবারেই ব্যক্তিগত কারণেই। তবে বিয়ের দিন সকালেই প্রকাশ্যে আসে তাঁদের বিয়ের খবর। এবিপি আনন্দ ডিজিট্যালকে সেই খবর জানিয়েছিলেন অনুপম নিজেই। ইতিমধ্যেই সেই বিয়ে পার করে ফেলল একটা বছর। 

সোশ্যাল মিডিয়ায় অনুপমের সঙ্গে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন প্রশ্মিতা। সেখানে লেখা, 'দেখতে দেখতে এক বছর।' সেখানে দেখা যাচ্ছে, লাল পাঞ্জাবি, গামছা পাড়ের ধুতি ও সাদা শাল গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অনুপম। পাশে সাদা শাড়িতে প্রশ্মিতা। সোশ্যাল মিডিয়ায় প্রশ্মিতার এই ছবিটিতে অনেকেই ভালবাসা জানিয়েছেন। সবাই শেয়ার করে নিয়েছেন শুভেচ্ছাবার্তা। সোশ্যাল মিডিয়ায় অবশ্য কিছু পোস্ট করেননি অনুপম। তবে ভালবাসার মাসে, প্রশ্মিতার সঙ্গে একটি গান রেকর্ড করেছেন অনুপম। সেই গানটির নাম হল, 'ভালবাসি তোমাকে'। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই গান। সোশ্যাল মিডিয়ায় একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। সেখানে দেখা গিয়েছে অনুপম ও প্রশ্মিতাকে। একেবারে মিষ্টি এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভালবেসেছেন সবাই।

অন্যদিকে, 'গল্পের পার্বণ ১৪৩২'-এ গিয়েছিলেন অনুপম রায়। তবে সেখানে দেখা যায়নি প্রশ্মিতাকে। 'গল্পের পার্বণ ১৪৩২'-এ ঘোষণা করা হয়েছে একগুচ্ছ সিনেমা ও ওয়েব সিরিজের। তার মধ্যে রয়েছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ আর অন্যদিকে রয়েছে যে সমস্ত ওয়েব সিরিজের অপেক্ষায় বসে রয়েছেন অনেকেই, সেই ওয়েব সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ভাগ। এর মধ্যে প্রথমেই যে ওয়েব সিরিজের কথা বলতে হয়, সেটা হল 'ভোগ'। এই ওয়েব সিরিজের ঘোষণা আগেই করেছিল এসভিএফ। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya) ও পার্ণো মিত্র (Parno Mitra)।

 

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'একটা অগোছালো ছেলের জীবনকে গুছিয়ে নিয়েও যে সংসার করানো যায়..' শ্রীময়ীর উদ্দেশে স্বীকারোক্তি কাঞ্চনের