কলকাতা: জীবনের পথে এগিয়ে চলতে চলতে ছোটবেলার সারল্য কখন যে সময়ের স্রোতে হারিয়ে যায় তা টের পাওয়া মুশকিল। সেই সঙ্গে হারিয়ে যায় ছোটবেলার সেই নিষ্পাপ বন্ধুত্বও। বড় হয়ে দৌড়ঝাঁপের জীবনে, লড়াইয়ে, রেসে সেই বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে কি না? তবে স্মৃতির পাতা হাতড়ালে এখনও সেই একজন বিশেষ বন্ধুর সন্ধান হয়তো পাওয়া যেতে পারে, যার সঙ্গে সময়ের ব্যবধানও এতটুকু দূরত্ব তৈরি করতে পারেনি। পারেনি সেই মধুর ছোটবেলাকে মুছে ফেলতে। যার সঙ্গে এক দশক পর দেখা হলেও এক লহমায় ফিরে যাওয়া যায় স্কুলড্রেস পরা শৈশবে (childhood)। আর দর্শককে ঠিক এমনই এক জায়গায় ছুঁয়ে যায় 'দোস্তজী' (Dostojee)। নবীন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের (Prasun Chatterjee) হাত ধরে তাই শৈশবে একবার ফিরে আসাই যায়, তাই না?
ফেলে আসা এক টুকরো ছোটবেলা সঙ্গে আনছে 'দোস্তজী'
মনের কোণে পড়ে থাকা ছোটবেলার একাংশকে পুনরায় জাগিয়ে তুলতে আসছে 'দোস্তজী'। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এটিই প্রথম কাজ। ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরের সময়ে। 'দোস্তজী', সমস্ত ধর্মীয় বিভেদের বাধা টপকে দুই 'দোস্ত' অর্থাৎ বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠার গল্প শোনাবে। এক বন্ধু হিন্দু ব্রাহ্মণ, নাম পলাশ। অপর জন তাঁর মুসলমান পড়শি, সফিকুল। বাংলাদেশ বর্ডারের (Bangladesh Border) কাছে মূর্শিদাবাদের (Murshidabad) প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই দুই খুদের বন্ধুত্বই প্রাণ এই ছবির। তাঁদের বন্ধুত্বের এক শব্দে, বিশুদ্ধ। একের অপরের প্রতি অগাধ টান, তাঁদের সম্পর্কের উষ্ণতা দর্শককে হাসি-কান্নায় ভরিয়ে তুলবে।
বলাই বাহুল্য 'দোস্তজী' ইতিমধ্যে বিশ্বজুড়ে একাধিক মন জয় করে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল', 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল', 'বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', 'ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'মালয়শিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২২', 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরল' ইত্যাদি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে পৌঁছে গেছে 'দোস্তজী'।
পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়
আরও পড়ুন: Dev on Relationship: 'শেষ ৮ বছর আগে 'ভালোবাসি' বলেছিলাম, খুশি আছি', সম্পর্ক নিয়ে অকপট দেব
দুই খুদের নিষ্পাপ হাসিমুখ পর্দায় নিখুঁত ফুটিয়ে তুলেছেন প্রসূন। এই ছবিতে শুধু পরিচালকই নতুন নন, অভিনেতা, সিনেম্যাটোগ্রাফার থেকে শুরু করে টিমের অধিকাংশই নবীন। তাঁদের হাত ধরেই দেশ বিদেশ ভ্রমণের পর এবার কলকাতায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'দোস্তজী'। ১১ নভেম্বর, ২০২২, শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে আসছে 'দোস্তজী'।