নয়াদিল্লি: প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় আত্মহত্যা মামলায় এবার অভিযুক্ত বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের মামলা ছেড়ে দিলেন তাঁরই আইনজীবী নীরজ গুপ্তা। তাঁর দাবি, রাহুল তাঁর কাছে বহু গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। সেই কারণেই এই মামলা থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত।


তবে আইনজীবীর প্রত্যুষার আত্মহত্যা মামলায় রাহুলের পক্ষ থেকে সরে আসার সিদ্ধান্তে যথেষ্ট ধাক্কা খেলেন প্রত্যুষার প্রেমিক। কারণ রাহুলের দাবি ছিল, প্রত্যুষার এই আত্মহত্যায় তাঁর কোনও ভূমিকা ছিল না। গতকালই রাহুলের বিরুদ্ধে প্রত্যুষাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা নথিভূক্ত করা হয়। গতকাল বঙ্গারুনগর থানায় রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রত্যুষার মা। তবে দিন কয়েক আগেই জেরার সময় অসুস্থ হয়ে পড়ায় রাহুল আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভিন্ন সূত্রের তরফে জানা গিয়েছে প্রত্যুষার ওপর নিয়মিত শারীরিক নির্যাতন ও মানসিক হেনস্থা চালাতেন রাহুল।

তবে কোন পরিস্থিতিতে রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হয়েছে, সেবিষয় মুখ খোলেনি পুলিশ। পুলিশের সন্দেহ রাহুল অন্য আরেকটি মেয়ের সঙ্গেও সম্পর্কে লিপ্ত ছিলেন, যার জেরেই হতাশায় ভুগছিলেন প্রত্যুষা।