কলকাতা: প্রয়াত অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান (Gene Hackman)। নিজের বাড়িতেই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁর। বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফে এলাকায় নিজের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতা ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়াকে। সঙ্গে পাওয়া যায় তাঁদের পোষ্যকেও। সেটিও মৃত অবস্থায় ছিল। রহস্যজনক মৃত্যু হয়েছে অভিনেতার। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তবে ঠিক কী কারণে অভিনেতা ও তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৫ বছর। তাঁর স্ত্রীর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি একজন পিয়ানোবাদক ছিলেন। 


তদন্তের প্রাথমিক গতিপ্রকৃতি দেখে এটা খুনখারাপির ঘটনা মনে হচ্ছে না বলেই জানিয়েছে প্রশাসন। সে ক্ষেত্রে ওঁরা সপরিবার আত্মহননের পথ বেছে নিয়েছেন কি না, জল্পনা চলছে তাই নিয়েও। একা অস্কারজয়ীর মৃত্যু হওয়ার চেয়েও বেশি রহস্যজনক হল একসঙ্গে গোটা পরিবারের মারা যাওয়া। পুলিশ জানিয়েছেন, এই ঘটনার পিছনে কারও হাত আছে বলে মনে হচ্ছে না। তবে প্রতিবেশীদের কোনও বিপদের আশঙ্কা হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কাউন্টি প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার বিকেলে শেরিফের অফিস থেকে কর্মীরা সান্টা ফে-র আবাসনে যান। কোনও অস্বাভাবিক মৃত্যুর খবর দিয়ে তাঁদের কেউ ডেকে পাঠিয়েছিল, না কি ওঁরা নিজেরাই রুটিন খোঁজখবর নিতে ওখানে গিয়েছিলেন, সেটা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে ওঁরা শেরিফের অফিসে জানান, নবতিপর এক বৃদ্ধ এবং ষাটের কোঠায় এক মহিলার দেহ পাওয়া গিয়েছে। তার পর বোঝা যায়, দেহ দু’টি অভিনেতা জিন এবং ওঁর পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়া-র। 


আশির দশক থেকে সান্টা ফে-তে থাকতে শুরু করেন জিন। ১৯৯১ সালে বিয়ে করেন বেটসিকে। বেটসি তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে জিনের তিন সন্তান রয়েছে। হলিউডের একেবারে প্রথম সারির অভিনেতা জিন খুব বেশি প্রচারমুখী ছিলেন না কোনও দিনই। তবে গত বছরে ওঁদের দু’জনকে একসঙ্গে একটি মধ্যাহ্নভোজের আসরে দেখা গিয়েছিল। দু’জনকে যথেষ্ট খুশি এবং সুস্থই দেখিয়েছিল। কী কারণে ওঁরা হঠাৎ পোষ্য সমেত এমন অদ্ভুত ভাবে মারা গেলেন, কেউই তার কোনও আন্দাজ এখনও পর্যন্ত দিতে পারেননি।


আরও পড়ুন: Feluda: পরিচালক হিসেবে নেই সৃজিত, টোটার ফের ফেলুদা হওয়ার স্বপ্ন কি থেকে যাবে অধরাই?