মুম্বই: আজ অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) 'শুভ আশীর্বাদ' (Blessing Ceremony) অনুষ্ঠানে পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। নবদম্পতি পা ছুঁয়ে প্রণাম করলেন প্রধানমন্ত্রীর। আশীর্বাদে ভরালেন মোদি। ১২ জুলাই, গতকাল, বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় আম্বানি পুত্রের। আজ আশীর্বাদের অনুষ্ঠানেও চাঁদের হাট।
অনন্ত-রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি
রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের বিয়ে হয়েছে গতকাল। আজ, শনিবার তাঁদের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান। সেখানেও তারকা সমাহার। পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পৌঁছতেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন নবদম্পতি, আশীর্বাদ নিলেন প্রধানমন্ত্রীর।
'গ্র্যান্ড ওয়েডিং'-এর শেষ এখনই নয়। আগামীকাল রয়েছে রিসেপশন অনুষ্ঠান বা 'মঙ্গল উৎসব'। অন্যদিকে আজ আম্বানি-পুত্র ও পুত্রবধূকে আশীর্বাদ করতে যাওয়ার আগে প্রধানমন্ত্রী মুম্বইয়ে ২৯ হাজার কোটি টাকার প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
গতকাল, শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের (BKC) জিও কনভেনশন সেন্টারে বসেছিল বিয়ের আসর। রাজকীয় সেই বিয়ের আসরে হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় সব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক, ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সব মিলিয়ে জমজমাট অনন্ত-রাধিকার বিয়ের আসর। আজ 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানেও বসে চাঁদের হাট। শাহরুখ খান, গৌরী খান, সলমন খান, আলিয়া ভট্ট, মহেন্দ্র সিংহ ধোনি, সচিন তেণ্ডুলকর, সানিয়া মির্জা, ঋষভ পন্থ, মেরি কমও পৌঁছন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।