মুম্বই: সম্প্রতি প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। বিগত কিছুদিন ধরেই মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। বেশ কিছুদিন তাঁরা একে অপরের সঙ্গে ডেট করছেন। সদ্য তাঁরা তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন।
প্রিয়ঙ্কা এবার নিক জোনাসকে নিয়ে ভারতে এলেন। আজ সকালেই নিকের সঙ্গে মুম্বই বিমানবন্দরে নামেন। কিন্তু আলোকচিত্রীরা তাঁদের ক্যামেরাবন্দী করতে পারেননি। আবছা একটা ঝলক ক্যামেরায় ধরা পড়েছে। এতে আলোকচিত্রীরা নিরাশ।কারণ, লস অ্যাঞ্জেলেসে তো দুজনে প্রায়ই ক্যামেরার সামনে পোজ দিয়ে থাকেন। কিন্তু এখানে তেমনটা হল না।
[embed]https://www.instagram.com/p/BkTe047nCvX/?utm_source=ig_embed[/embed]
বিমানবন্দর থেকে গাড়িতে উঠে রওনা দেন। গাড়ির জানালাও ঢাকা ছিল।
[embed]https://www.instagram.com/p/BkTfMNoHtD_/?utm_source=ig_embed[/embed]
প্রিয়ঙ্কা তাঁর নয়া বাংলোয় একটা জমকালো পার্টি দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এই পার্টিতে তিনি তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে জোনাসের সঙ্গে আলাপ করাবেন। যেখানে প্রিয়ঙ্কা এই পার্টি দেবেন সেই সম্পতির দাম ১০০ কোটি টাকার বেশি।
কিছুদিন আগেই নিকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন প্রিয়ঙ্কা। পরিবারের একটি অনুষ্ঠানে একে অপরের হাতে হাত রেখে পৌঁছেছিলেন প্রিয়ঙ্কা ও নিক।
নিক জোনাসকে নিয়ে এলেন প্রিয়ঙ্কা, এড়ালেন আলোকচিত্রীদের,মুম্বইতে ১০০ কোটির বাংলোয় দেবেন পার্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2018 08:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -