পানাজি: বয়ফ্রেন্ড নিক জোনাসকে নিয়ে এখন গোয়ায় প্রিয়ঙ্কা চোপড়া। বোন পরিণীতি, বন্ধুবান্ধবও রয়েছেন সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে তাঁদের এক সঙ্গে লাঞ্চ করার ছবি।

[gallery ids="487398"]

এসেছে একটি ভিডিও-ও। তাতে প্রিয়ঙ্কা ও পরিণীতিকে টিপ টিপ বরসা পানি-র সঙ্গে নাচতে দেখা যাচ্ছে।

[embed]https://www.instagram.com/p/Bkcp_VVgyNk/?utm_source=ig_embed[/embed]

শুক্রবার নিককে নিয়ে মুম্বই এসেছেন প্রিয়ঙ্কা। তারপর নিক ও মা মধু চোপড়াকে নিয়ে ডিনারে যান তিনি।