এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে যে, মঞ্চের নিচে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা নিককে উত্সাহ দিচ্ছেন। সেই সঙ্গে প্রিয়ঙ্কাকে নাচতেও দেখা গিয়েছে।
দুজনের আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে প্রিয়ঙ্কাকে নিকের সঙ্গে একটি নাইট ক্লাবে দেখা যাচ্ছে। এই ভিডিওটিও সিঙ্গাপুরেরই।
সম্প্রতি খবর পাওয়া যায় যে, প্রিয়ঙ্কা নিকের সঙ্গে বাগদান করেছেন।
দুজনের বাগদানের জল্পনা জোরাল হয়, যখন প্রিয়ঙ্কা সলমন খানের আগামী একটি সিনেমার কাজ ছেড়ে দেন। প্রিয়ঙ্কার সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানান নির্দেশক আলি আব্বাস জাফর। ওই সময়ই জল্পনা জোরাল হয় যে, জীবনে কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
এরইমধ্যে বিদেশী সংবাদমাধ্যমে নিক ও প্রিয়ঙ্কার বাগদানের খবর প্রচারিত হয়। পরে বলিউডে প্রিয়ঙ্কার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিজেদের মতো খবরটি যে সঠিক, তা জানিয়ে দেন। নিক বা প্রিয়ঙ্কার পক্ষ থেকে এ ব্যাপারে অবশ্য কোনও কথা জানানো হয়নি।