মুম্বই: নিক জোনাসকে (Nick Jonas) বিয়ে করে বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) বিদেশেই বেশিরভাগ সময়টা থাকেন। কখনও কখনও তিনি ভারতে আসেন। যদিও বিয়ের পরও বলিউড (Bollywood) ছবিতে অভিনয় করেছেন প্রিয়ঙ্কা। যদিও বিদেশে থাকলেও দেশের নানা উত্সবে ভারতীয় কায়দাতেই মেতে উঠতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। প্রিয়ঙ্কা চোপড়াকে যেমন বিভিন্ন হলিউড প্রোজেক্টে দেখা যাচ্ছে, তেমনই তাঁর স্বামী নিক জোনাসকেও কি ভবিষ্যতে কখনও বলিউড ছবিতে অভিনয় করতে দেখা যাবে? এই প্রসঙ্গে সরাসরি নিজের মতামত জানিয়ে দিলেন নিক জোনাস।


আজ তৃতীয় বিবাহবার্ষিকী বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের। বিবাহবার্ষিকী উদযাপনের মাঝেই একটি সাক্ষাতকারে নিক জোনাসকে বলিউড ছবিতে অভিনয়ের প্রসঙ্গে কথা বলতে দেখা গেল। একটি সাক্ষাতকারে নিক জোনাস বলেন, 'আমি বলিউড ছবি খুবই পছন্দ করি। প্রিয়ঙ্কাকে স্ত্রী হিসেবে জীবনে পাওয়ার পর বলিউড ছবি সম্পর্কে আরও বেশি সহজ হয়েছি। বলিউড ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু রয়েছে। তাই হিন্দি ছবির জগতে কাজ করার মতো যদি তেমন সুযোগ আসে, কে বলতে পারে, হয়তো তখনই হ্যাঁ বলে দেব।'


আরও পড়ুন - Twitter CEO Parag Agrawal: নতুন টুইটার সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষাল একে অপরের বন্ধু? প্রকাশ্যে তাঁদের পুরনো চ্যাট


বলিউডের গান খুবই পছন্দের প্রিয়ঙ্কা চোপড়ার স্বামীর। গান প্রসঙ্গে নিক জোনাস বলেন, 'আমার মনে হয় বলিউডের সমস্ত গানই অসাধারণ। আমাদের বিয়ের সময় শুনেছি এবং ভারতে গেলে অনেক বলিউড গান শুনি। ডান্স হোক কিংবা পার্টি, এমনকি হাউজ পার্টির ক্ষেত্রেও বলিউড মিউজিক দুর্দান্ত।'


প্রসঙ্গত, কিছুদিন আগেই নিক জোনাসের সঙ্গে বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা শোনা গেলেও, তা যে একেবারেই ভুয়ো, তা দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে ফের সেখানে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে তাঁর রোম্যান্টিক ছবি।