নয়াদিল্লি: গতকাল প্রিয়ঙ্কা চোপড়াকে সাম্মানিক ডক্টরেট উপাধি দেওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের বরেলি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের। কিন্তু ঘন কুয়াশার জেরে প্রিয়ঙ্কার উড়ান রওনাই দিতে পারেনি। ভীষণ মন খারাপ করে টুইটারে দীর্ঘ বার্তা দিয়েছেন দেশি গার্ল।
প্রিয়ঙ্কা আপাতত দিল্লিতে। তিনি জানিয়েছেন, বরেলি যাওয়ার বিমান ধরার জন্য দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করেন তিনি, সঙ্গে ছিলেন মা ও দাদা। কিন্তু কুয়াশার কারণে এটিএস উড়ানের ছাড়পত্র দেয়নি। বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠানে হাজির না হতে পারার জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।
প্রিয়ঙ্কা জানিয়েছেন, তাঁর টিম বরেলি পৌঁছনোর অন্য রাস্তারও খোঁজখবর নেয়। কিন্তু সব চেষ্টা ভেস্তে দেয় কুয়াশা। তাঁকে ডক্টরেট দেওয়ার জন্য ওই বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি সেখানকার সব পড়ুয়াকে ভবিষ্যতের শুভেচ্ছা জানিয়েছেন।
[embed]https://twitter.com/priyankachopra/status/944881268289708032?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fpriyanka-chopra-missed-her-doctorate-felicitation-ceremony-due-to-bad-weather-754962[/embed]
আবহাওয়া খারাপ, বরেলি বিশ্ববিদ্যালয় গিয়ে সরাসরি ডক্টরেট সার্টিফিকেট নিতে পারলেন না প্রিয়ঙ্কা চোপড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Dec 2017 09:58 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -