কলকাতা: ধন্যি মেয়েতে উত্তম কুমারের ভাই অবিস্মরণীয় সেই বগলাচরণকে মনে আছে? রাগী দাদা আর সাহসী, দজ্জাল বৌয়ের মাঝে পড়ে যার প্রাণ ওষ্ঠাগত হয়েছিল? বগলার চরিত্রকে জীবন্ত করে তোলা সেই অভিনেতা পার্থ মুখোপাধ্যায় মারা গেলেন। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে আজ ভোরে মৃত্যু হয় তাঁর।

বর্ষীয়াণ এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। অসুস্থতার কারণে বেশ কিছু ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন পার্থ। ১৯৫৬ সালে মা ছবিতে শিশু অভিনেতা হিসাবে সিনেমার জগতে পা রাখেন তিনি। তবে বেশিরভাগ সময়েই ছিলেন সহ অভিনেতা। সে সময়কার দাপুটে অভিনেতা-অভিনেত্রীদের ভাই বা ছেলের চরিত্রে তাঁকে ছাড়া কাউকে ভাবা যেত না। উত্তমকুমারের সঙ্গে উল্লেখযোগ্য কাজ করেছেন, ফরিয়াদ ছবিতে সুচিত্রা সেনের ছেলের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। অভিনয় করেছেন তপন সিংহর আপনজন, অতিথির মত বেশ কয়েকটি ছবিতে। এছাড়া, অগ্নীশ্বর, বাঘ বন্দি খেলা, বালিকা বধূ, অমর পৃথিবী সহ বহু বাংলা সিনেমায় তাঁর অভিনয় মনে রাখবে বাঙালি দর্শক।