লস অ্যাঞ্জেলস: সারাবছরই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট করে থাকেন নিক-প্রিয়ঙ্কা জুটি। তাঁদের দাম্পত্যের রঙিন কোলাজ উঠে আসে ইনস্টাগ্রাম থেকে ট্যুইটার সর্বত্র। দুজনের ছুটিযাপনের রোম্যান্টিক ছবিও প্রায়ই পোস্ট করে থাকেন তাঁরা। এবার কনসার্টের মাঝেই স্ত্রী প্রিয়ঙ্কার ঠোঁটে চুম্বন এঁকে দিলেন নিক। তাঁদের রোম্যান্টিক মুহূর্তের সেই ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। মার্কিন মুলুকে একটি কনসার্টে নাচ-গান-হইচই এর মাঝে মোমেন্ট অফ দ্য ডে হয়ে রইল প্রিয়ঙ্কা-নিকের সেই ভালবাসার মুহূর্ত। প্রিয়ঙ্কার সঙ্গে দেখা গেছে নিক পরিবারের আরেক সদস্য ড্যানিয়েনকেও। কনসার্টের মাঝেই জোনাস ব্রাদার্স ভিআইপি জোনে নেমে আসেন। নিকের ভাই কেভিন চুম্বন করেন স্ত্রী ড্যানিয়েলকে, আর নিক তাঁর স্ত্রী প্রিয়ঙ্কাকে। জো জোনাসের স্ত্রী সোফি হাজির ছিলেন না সেখানে। তাই তিনি ঘটিয়ে বসলেন আরেক কাণ্ড! দেখুন ভিডিও। নিক "আই বিলিভ" গানটি শুরু করার আগে প্রিয়ঙ্কার নাম নেন। তাতে রীতিমতো লাল হয়ে ওঠে তাঁর মুখ।