কলকাতা: এখন নিজের কেরিয়ারে থিতু তিনি, পেয়েছেন সাফল্যও। পা জমিয়েছেন বলিউডে, পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিও। কিন্তু একটা সময়, বলিউডে সাফল্যের শিখর ছুঁয়ের টালমাটাল হয়েছে তাঁর কেরিয়ার, বাদ পড়েছেন একাধিক ছবি থেকেও। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)।
সম্প্রতি, নিজের একটি সিরিজের প্রচারে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেখানে তিনি বলেছিলেন, 'আমার কেরিয়ারে এমন বহুবার হয়েছে যখন আমি সমস্ত কিছু ছেড়ে, এমনকি অভিনয় ছেড়েও দূরে সরে যেতে চেয়েছি সবকিছুর থেকে। আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম 'না' শুনতে শুনতে। মানুষ যেন বিশ্বাসই করতে চাইছিলেন না সেই সময় যে আমিও অভিনয়টা পারি। একের পর এক ছবি আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। শ্যুটিং সেটে কেউ আমার সঙ্গে কথা বলত না। আমার মনে হত, কেউ আমায় এত মারধর করছে যে আমি আর সহ্য করতে পারছি না। ভীষণ ঝুঁকি নিয়ে আমি আমার বলিউডের দীর্ঘদিনের কেরিয়ারটা ছেড়ে চলে যাই। যে কেরিয়ার তিল তিল করে গড়ে তুলেছিলাম এত বছর ধরে, তা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম আমি।'
এই প্রথম নয়, প্রিয়ঙ্কা এর আগেও একাধিকবার মুখ খুলেছেন বলিউডে তাঁর কঠিন সময় নিয়ে। দ্ব্যর্থহীনভাবে প্রিয়ঙ্কা বলেছেন, তাঁকে কোনঠাসা করা হয়েছিল বলিউডে। প্রিয়ঙ্কা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমায় ইন্ডাস্ট্রিতে একেবারে একঘরে করে দেওয়া হয়েছিল। আমায় অনেকে ইচ্ছাকৃতভাবে কাস্ট করছিলেন না। আমি ক্লান্ত হয়ে পরেছিলাম রাজনীতি সহ্য করতে করতে। আমার একটা বিরতির দরকার ছিল। সেই সুযোগটা আমায় এনে দিল হলিউডের গান।'
প্রসঙ্গত, প্রথমে গানের হাত ধরেই বলিউডে পা রাখেন প্রিয়ঙ্কা। ধীরে ধীরে জায়গা করে নেন অভিনয়ে। আপাতত নিক জোনাসের (Nick Jonas)-এর সঙ্গে বিয়ে করে সংসারী তিনি। রয়েছে কন্য মালতীও। তবে কান পাতলেই শোনা যায়, শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra)-র সম্পর্কের কথা। শোনা যায়, সেই সময়ে কর্ণ জোহরের (Karan Johar) বন্ধু গৌরী খানের (Gouri Khan)-এর কথায় প্রিয়ঙ্কার বিরোধিতা করেছিলেন। আর তাই, একের পর এক কাজ হারিয়েছিলেন প্রিয়ঙ্কা। শাহরুখের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশ্য কখনও প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়ঙ্কা। শাহরুখ একটি সাক্ষাৎকারে তাঁকে ও প্রিয়ঙ্কাকে নিয়ে বিতর্ক শুনে অভিনেত্রীকে 'ভাল ও বিশেষ বন্ধু' বলে উল্লেখ করেছিলেন। তবে, 'যা রটে.. তার কিছু তো বটে'। সময় পেরিয়ে গেলেও প্রিয়ঙ্কাকে এখনও যেন তাড়া করে বেড়ায় বলিউডে নিজের কঠিন সময়ের স্মৃতি। আর হয়তো প্রেমের পরিণতি না হওয়ার ব্যথাও!